।। প্রথম কলকাতা ।।
Bollywood on FIFA: ফিফা বিশ্বকাপ নিয়ে প্রথম থেকেই সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সাধারণ মানুষ হোক কিংবা বিনোদন জগতের তারকা। এই খেলার কারণে ইন্ডাস্ট্রি ভাগ হয়ে গিয়েছিল কয়েকটি দলে। কেউ আর্জেন্টিনার (Argentina) হয়ে কথা বলেছেন তো কেউ ব্রাজিল (Brazil)। তবে প্রথম থেকেই আর্জেন্টিনার সমর্থকদের পাল্লা ভারী ছিল। আর তাই ফাইনালে নিজের প্রিয় দলকে সমর্থন জানাতে কাতারে (Qatar) ভিড় জমিয়েছিলেন বলিউডের বহু তারকা। কার্তিক আরিয়ান থেকে শুরু করে ফারহা খান সবাই।
৩৬ বছর পর আর্জেন্টিনার জয়ে ট্যুইটারে শাহরুখ (Shah Rukh Khan) লেখেন, ‘আমরা সেরা বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হয়ে রইলাম। ছোট থেকেই মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখতাম। আমার সন্তানদের সঙ্গেও একই আবেগ নিয়ে আমি খেলা দেখি। ধন্যবাদ মেসি’। এরপর খেলা শেষ হতেই রণবীর সিং (Ranveer Singh) লেখেন, ‘এক ঐতিহাসিক বিশ্বকাপের আমি সাক্ষী হয়ে রইলাম। পুরো ম্যাজিক’। সেইসঙ্গে এদিন স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে আর্জেন্টিনার জার্সি গায়ে ধরা দিয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। লাভ রঞ্জনের বাড়ি থেকে খেলা শেষের পর তাঁদের বেরতে দেখা গিয়েছে।
We are living in the time of one of the best World Cup Finals ever. I remember watching WC with my mom on a small tv….now the same excitement with my kids!! And thank u #Messi for making us all believe in talent, hard work & dreams!!
— Shah Rukh Khan (@iamsrk) December 18, 2022
What have I just witnessed ?!?! Historic. Iconic. Pure magic. #FIFAWorldCup
— Ranveer Singh (@RanveerOfficial) December 18, 2022
অন্যদিকে ইনস্টাগ্রামে স্টেডিয়াম থেকে সরাসরি ভিডিও শেয়ার করেছেন ফারহা (Farah Khan)। পরবর্তীতে নিজের সন্তানের একটি ছবি দিয়ে লেখেন, ‘খেলা শেষ হয়ে গিয়েছে’। সেখানে ফারহার ছেলেকে আর্জেন্টিনার জার্সি গায়েই দেখা গিয়েছে। আবার এদিকে কাতার স্টেডিয়ামে হাজির ছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁদের একসঙ্গে খেলা এনজয় করার ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই।
পাশাপাশি প্রীতি জিন্টা (Preity Zinta) নিজের অনুভূতি শেয়ার করে লেখেন, ‘এ যেন এক ম্যাজিক’। মোদ্দা কথা মেসিকে নিয়ে সকলেরই একটা আশা ছিল। তা পূরণ হতেই সোশ্যাল মিডিয়ায় তার বহিঃপ্রকাশ ঘটেছে। ছবি শেয়ার করেছেন অর্জুন রামপাল (Arjun Rampal) এবং লিখেছেন, ‘যখন স্বপ্ন সত্যি হয়’। এক কথায় দুই বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও মেসিকে নিয়ে উচ্ছ্বাস কিছু কম নয়।
The best ends his World Cup chase with the best final ever. When dreams come true. #messi #GOAT #ARGFRA #WorldCup pic.twitter.com/mjP73KA0bt
— arjun rampal (@rampalarjun) December 18, 2022
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম