বিজয়া দশমীর পর থেকে হোয়াটসঅ্যাপ অকেজো হবে এই ফোনগুলিতে, তালিকায় আপনারটি নেই তো?

।। প্রথম কলকাতা ।।

আপনি কি জানেন বেশ কিছু স্মার্টফোনে বিজয়া দশমীর পর থেকে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না? একটি দুটি নয়, আঠারো ধরনের স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। সেই তালিকায় আপনার ফোনটি নেই তো!আগেভাগে জেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এখনই।নচেৎ ভোগান্তির শেষ থাকবে না। কোন কোন ফোনে কাজ করবে হোয়াটসঅ্যাপ? বন্ধ হচ্ছে কোন কোন ফোনে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

ব্যবহারকারীদের সুবিধা দিতে হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তার প্ল্যাটফর্ম আপডেট করে চলেছে। নিরাপত্তা সংক্রান্ত কোনও গলদ থাকলে সেই আপডেটের মাধ্যমে তা শুধরে নেয় তারা। পাশাপাশি নতুন ফিচার্সও নিয়ে আসে এই প্ল্যাটফর্ম। তার ফলে Android, iOS এবং Web ভার্সনের হোয়াটসঅ্যাপ প্রতি মাসেই প্রায় নতুন সিস্টেম আপডেট পায়। এখন সেই সিস্টেম আপডেটগুলি নতুন অপারেটিং সিস্টেমের জন্যই নিয়ে আসা হয়। সেই কারণে পুরনো অপারেটিং সিস্টেমে কিছু না কিছু গলদ থেকেই যায়। ধীরে ধীরে সেই পুরনো OS থেকে সাপোর্টও সরিয়ে নেয় WhatsApp।

সম্প্রতি WhatsApp ঘোষণা করেছে, Android OS ভার্সন ফোর পয়েন্ট ওয়ান বা তার পুরনো সংস্করণগুলি থেকে তারা সাপোর্ট বন্ধ করে দেবে। অর্থাৎ যে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই অপারেটিং সিস্টেমগুলিতে চলে সেগুলি আর WhatsApp সাপোর্ট করবে না। এখন সেই সব OS চালিত ফোন যদি আপনার কাছে থাকে তাহলে বড় সমস্যা। সেই ফোনে থাকা হোয়াটসঅ্যাপ এক্কেবারে অকেজো হয়ে যাবে। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, 24 অক্টোবরের পর থেকে একগুচ্ছ পুরাতন অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এবারে আবার 24 অক্টোবর বিজয়া দশমী।দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গেলেন আর এসে দেখলেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করছে না।তাই আগেভাগে সতর্ক হয়ে ফোনের সফটওয়্যার আপডেট করে নিন। যদি তা আপডেট পাওয়ার যোগ্য না হয় তাহলে নতুন ফোন কিনতে হবে।

24 অক্টোবরের পর থেকে স্যামসুং গ্যালাক্সি এস, স্যামসুং গ্যালাক্সি নোট টু, স্যামসুং গ্যালাক্সি এস টু, স্যামসুং গ্যালাক্সি নেক্সাস, স্যামসুং গ্যালাক্সি ট্যাপ টেন পয়েন্ট ওয়ানে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। HTC Desire HD, HTC One, HTC Sensation এর ক্ষেত্রেও তাই।তেমনই LG Optimus 2X, LG Optimus G Pro, Sony Ericsson Xperia Arc3, Sony Xperia Z, Sony Xperia S2, Motorola Droid Razr, Motorola Xoom, Asus Eee Pad Transformer, Acer Iconia Tab A5003, Nexus 7 upgradable to Android 4.2 তে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

এখন আপনার কাছে যদি এই ফোনগুলির একটিও থাকে তাহলে তা দ্রুত বদলে নিতে হবে। এই ফোনগুলির মধ্যে বেশিরভাগই হল বেশ পুরনো মডেল। বেশির ভাগ মানুষই এই ফোনগুলি আজকাল আর ব্যবহার করেন না। শুধু যে হোয়াটস অ্যাপের সাপোর্ট পাবেন না তাই নয়, পুরনো ফোন ব্যবহার করলে অজান্তেই প্রতারকদেরও আপনি আর্থিক প্রতারণা করার সুযোগ করে দেবেন। আউট ডেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার ঠিক এতটাই বিপজ্জনক। সাইবার আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি করে দেয় ফোনগুলি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version