।। প্রথম কলকাতা ।।
Calcutta Medical College: রাজ্যের সরকারি হাসপাতাল মানেই সেখানে অপরিচ্ছন্ন ছবি ধরা পড়বে। এমনটাই মনোভাব তৈরি হয়ে গিয়েছে মানুষের। তবে সেই পরিস্থিতি আগে তুলনায় অনেকটাই পাল্টেছে। বিশেষ করে কলকাতার সরকারি হাসপাতাল গুলির চেহারা আগে তুলনায় অনেকটাই বদলে গিয়েছে। আর এবার সরকারি হাসপাতালে তৈরি হতে চলেছে ভিআইপি কেবিন (VIP Cabin)। চলতি বছরেই কলকাতা মেডিকেল কলেজে এই ভিআইপি কেবিনে চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে বলে মিলেছে প্রাথমিক খবর।
বেসরকারি হাসপাতাল গুলিতে যেমন প্রাইভেট কেবিন থাকে ,পরিষ্কার সুন্দর প্রাইভেট কেবিন পাওয়া যাবে এবার কলকাতা মেডিকেল কলেজে (Calcutta Medical College)। সেই প্রাইভেট কেবিন তৈরির কাজ দ্রুতই চালু হবে এমনটাই জানিয়েছেন মেডিকেল কলেজের সুপার অঞ্জন চৌধুরী। যদিও এই ধরনের প্রাইভেট কেবিন সরকারি হাসপাতালে খোলার পরিকল্পনা দীর্ঘদিনের ছিল। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে। রাজ্যে সর্বপ্রথম সরকারি হাসপাতাল হিসেবে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে প্রাইভেট কেবিন তৈরি হয় বেসরকারি সহায়তায় । এবার সেই পথে হাঁটছে কলকাতা মেডিকেল কলেজ।
সূত্রের খবর অনুযায়ী, এই প্রাইভেট কেবিনগুলো (Private Cabin) তৈরি করা হবে হাসপাতালের ১০ তলায় আর তারপর হাসপাতালের ৯ তলাতেও প্রাইভেট কেবিন খোলা হবে। সাধারণ মানুষ যাতে খুব সহজে পরিষেবা পেতে পারেন তাই দু টাকায় আউটডোরে চিকিৎসা করা হয় বর্তমানে । ভিআইপি কেবিন গুলির মাধ্যমে যা আয় হবে তা সাধারণ রোগীদের চিকিৎসায় কাজে লাগানো হবে বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। পাশাপাশি আরও জানা গিয়েছে ওই কেবিন গুলিতে কোনরকম অপরিচ্ছন্নতা থাকবে না । রোগীদের ভিড় দেখা যাবে না , ওষুধের তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে না বরং থাকবে বাতানুকূল পরিবেশ।
তবে এই ধরনের লাক্সারি কেবিন গুলির খরচ অনেকটা বেশি হতে পারে , এমনটা মনে করার কোন কারণ নেই। বেসরকারি নার্সিংহোমগুলিতে প্রাইভেট কেবিন পিছু যা খরচ হয় এখানে তাঁর তুলনায় অনেক কম খরচ হবে। ডাক্তার বা নার্সদের জন্য আলাদা করে টাকা দেওয়ার কোন প্রয়োজন হবে না । আর ওষুধও বাজার থেকে অনেক কম দামেই কিনে নিতে পারবেন রোগীর পরিবার। ডবল বেডের লাক্সারি কেবিন পিছু ভাড়া পড়বে ২০০০ টাকা । আর সিঙ্গেল কেবিন হলে সেই ভাড়া দাঁড়াবে আড়াই হাজার টাকা। এই ধরনের কেবিন ২৬ টি খোলা হবে বলেই জানা গিয়েছে। তার মধ্যে কয়েকটি বেড সংরক্ষিত থাকবে কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া এবং অন্যান্য কর্মীদের জন্য। এমন তথ্যই জানা গিয়েছে আজ তক বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম