বুধবার জীবনের ৪৮তম জন্মদিন পালন করলেন দুঃস্থ শিশুদের সঙ্গে। এই বিশেষ দিনে বিশেষ আনন্দ ভাগ করে নিলেন গলফ গ্রীন লেক গার্ডেন্সের ঝুপড়ি এলাকার কচিকাচাদের সঙ্গে। তাদের সাথে কেক কাটলেন ও উপহার হিসেবে কচিকাঁচাদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র ও খাবার।তিনি আবার রাজনীতিতে সক্রিয় হতে চান। অন্যদিকে, শাসকদলের একাংশের কার্যকলাপে যে তিনি বিশেষ খুশি নন, সে ইঙ্গিতও স্পষ্ট হয় তার কথার মধ্যে।এদিন নিজের হাতে করে কেক কেটে খুদে দুঃস্থ শিশুদের কেক খাওয়াতে দেখা গেছে অভিনেতাকে। প্রতিবার বিভিন্ন ক্ষেত্রের বন্ধু-বান্ধবের সঙ্গে পার্টি করেন এই দিনে। তবে এবার বছরটা আলাদা, কারণ পরিস্থিতি যে আলাদা। তাই এই সময়ে তাদের পাশে দাঁড়ানোটাই তার জন্মদিনের উপহার হিসেবে নিজেকে দিলেন।