Prothom Kolkata

Popular Bangla News Website

অর্জুন সিংয়ের হাত ধরে আজ এক ঝাঁক মহিলারা এলেন বিজেপিতে, দেখে নিন ছবি

1 min read

।। প্রথম কলকাতা ।।

বাংলায় এখন চলছে দলবদলের হিড়িক।তৃণমূল-বিজেপি উভয়পক্ষই দল ভারী করার চেষ্টা চালাচ্ছে অবিরত। বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। আজ টিটাগড়ে বিজেপিতে যোগদান মেলা কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ অর্জুন সিং এর হাত ধরে কাউন্সিলর সহ একাধিক মহিলারা বিজেপিতে যোগদান করেন।

তৃণমূলের যেমন দল ত্যাগের হিড়িক লেগেছে তেমন ক্রমশ বাড়ছে তৃণমূলের মধ্যে বেসুরো নেতাদের সংখ্যা।গেরুয়া বাহিনী এখন নীল বাড়ি দখল করতে এগিয়ে চলছে।

অমিত শাহ দাবি করেছিলেন তৃণমূল ত্যাগের হিড়িক এখন চলতে থাকবে। নির্বাচনের আগেই তৃণমূল দলটা ভেঙে যাবে বলে দাবি জানাচ্ছে বিজেপি নেতৃত্ব ও। আজও টিটাগড়ে বহু মহিলারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

8 / 21 / 2021

(এক্সক্লুসিভ ছবিগুলি দেখতে ভিজিট করুন, www.prothomkolkata.com )