আলাস্কার এই শহর আবার সূর্য দেখবে ৬০ দিন পরে

।। প্রথম কলকাতা ।।
আলাস্কার একটি শহর সূর্য দেখেছে বৃহস্পতিবার এবং তারা আবার দিনের আলো দেখবে ৬০ দিন পরে।
উটকিয়াজভিক, সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত একটি ছোট শহর। সেটি অন্ধকারের বার্ষিক সময়কালে প্রবেশ করেছে, যা মেরু রাত হিসাবে পরিচিত।
মেরু রাত একটি স্বাভাবিক ঘটনা, যা প্রতি শীতে ঘটে উটকিয়াজভিকে ও সুমেরু বৃত্তের মধ্যে থাকা অন্যান্য শহরগুলিতে, জানিয়েছেন সিএনএন-এর আবহাওয়াবিদ অ্যালিসন চিনচার।
প্রতি বছর শীতে এই ঘটনা ঘটে, কারণ তখন পৃথিবীর অক্ষটি কাত হয়ে যায়।
চিনচার বলেন, এই কাত হওযার জন্য সূর্যকে আর দিগন্তের ওপর দেখা যায় না।
তবে সূর্যকে দেখা যায়না বলেই যে শহরটি পুরোপুরি অন্ধকারে ঢেকে যায় তা নয়। দিনের বেলায় যে সময়টা দেথা যায়, তাকে বলা হয় নাগরিক গোধূলি, ব্যাখ্যা করলেন আবহাওয়াবিদ।
তিনি আরও বলেন, “ভাবুন আকাশটি কেমন দেখায় সূর্য ওঠার ঠিক আগে বা সূর্য ডোবার ঠিক পরে।“
আলাস্কার এই শহরে ২০২০তে সূর্য শেষবার অস্ত গেছে বৃহস্পতিবার। জানুয়ারি ২০২১এর আগে সূর্য আর উঠবে না।