পুকুর, গাছ, ফুল দিয়ে সাজানো এই রিসোর্ট! পরিবার নিয়ে ঘুরে আসার আদর্শ ঠিকানা

।। প্রথম কলকাতা ।।
মহামারীর সাথে লড়াই করতে করতে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি। এবার চাই একটু বিশ্রাম একটু সবুজ বাতাস। আর সবুজ বাতাসের একমাত্র ঠিকানা এই গ্রামের বাড়ি রিসোর্ট। দীর্ঘ লকডাউনের পর আবার শুরু হয়েছে স্কুল কলেজ অফিসের রোজকার কোলাহল। এই কোলাহলে নিজেকে ব্যস্ত রাখতে দৌড়াতে হচ্ছে প্রতিনিয়ত। শুধু আপনি নয় এ প্রতিযোগিতায় দৌড়চ্ছে আপনার পরিবারের বাকি সদস্যরাও। তাই এই বদ্ধ অবস্থা থেকে বেরোতে ঘুরে আসুন গ্রামের বাড়ি রিসোর্টে।
যেন মুক্ত প্রকৃতির সবুজ আঙ্গিনা। দশ বারো বিঘা বিরাট জমি নিয়ে তৈরি হয়েছে রিসোর্ট। রিসোর্টে পরিপাটি করে সাজানো রয়েছে মাটির দেওয়াল আর খড়ের ছাউনি দেওয়া আসবাবপত্র। তাছাড়া রিসোর্ট এর ভিতরে রয়েছে ছয়টি সুবিশাল পুকুর যেখানে ফিশিং এর ব্যবস্থাও রয়েছে। সুন্দর কটেজগুলোর মাঝখানে রয়েছে একটি চা খাওয়ার জায়গা। মাটির সোঁদা গন্ধ আর শীতের ফুরফুরে রোদ মেখে সাক্ষী থাকবেন পাখির সুরলি কলতানে। গ্রামে রয়েছে বাচ্চাদের দোলনা এবং ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা। পরিবারের প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটাতে ঘুরে আসুন এই বুনমুগ্ধকর পরিবেশে। বিভিন্ন প্রজাতির গাছ ফুলের সান্ধ হওয়ার অনুভূতি আপনাকে পৌঁছে দেবে এক অন্য দেশে যেখানে শুধুই আর মুক্ত বাতাস। রিসোর্টে রয়েছে বর্ণফায়ারেরও ব্যবস্থা।
কিভাবে যাবেন এখানে?
শিয়ালদহ থেকে ট্রেনে হাসনাবাদ তারপর অটো চেপে নেবুখালি। অথবা নিজস্ব গাড়ি করেও এ রিসোর্টে পৌঁছতে পারবেন।