৮ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সভার আগেই বিজেপির পতাকা ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।এছাড়া নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র অফিসে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।প্রাক্তন বিধায়ক এবং নন্দীগ্রামের জনসভা কেন্দ্র দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে আজ পথে নামেন শুভেন্দু অধিকারী । একটি নীরব প্রতিবাদ মিছিল করা হয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অভিযোগ তুলছে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে।শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারী কে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা। তাঁকে বারবার বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করছেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা।শুভেন্দু অধিকারী দাবি তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই এই ধরনের আক্রমণ চালাচ্ছে।আবার অন্যদিকে নন্দীগ্রামের ঘটনার মতো পুরুলিয়া কাশিপুর বিজেপি নেতার শুভেন্দু অধিকারীর সভাতেও উত্তেজনা ছড়ায়।