Janhavi Kapoor: বাথরুমে জাহ্নবীকে( janhavi Kapoor) কোনওদিনও ছিটকিনি লাগাতে দেননি শ্রীদেবী( sreedevi)! কারণ জানলে আঁতকে উঠবেন।এই বাড়ির বাথরুমে নেই কোনও লক!গোটা বাড়িটাই রহস্যে মোড়া!এমনকী এখানেই রয়েছে এক সিক্রেট রুম! কী আছে সেখানে?গোটা বাড়িটাই যেন গিলে খেতে আসে নিজে হাতে চেন্নাইয়ের(Chennai) এই বাড়িটা সাজিয়েছিলেন শ্রীদেবী। চারিদিকে তার হাতের ছোঁয়া।
জাহ্নবী জানিয়েছেন, তাঁর মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। যখন বাড়িটি( home) কিনেছিলেন সেটি বেশ অন্যরকম দেখতে ছিল। ঠিক করেছিলেন বিয়ের পর বাড়িটি সাজাবেন নিজের মতো করে।করেছিলেনও তাইগোটা বিশ্ব ঘুরে ঘর সাজানোর জিনিস দিয়ে সাজিয়েছেন নিজের বাড়ি। সেই বাড়ি দেখাতে-দেখাতেই জাহ্নবী(janhavi Kapoor) জানিয়েছিলেন তাঁর বেডরুম লাগোয়া বাথরুমে আজও কোনও লক নেই। সেই বেডরুমেই একটা সময় থাকতেন তাঁর মা। তা ব্যবহার করেছেন জাহ্নবী নিজেও।কিন্তু বাথরুমের দরজা জাহ্নবীকে কোনওদিনও আটকাতে দেননি শ্রীদেবী!
নতুন -পুরনোর মিশেলে এই বাড়িটি।শ্রীদেবীর মৃত্যুর পর এই বাড়িতে এই বাথরুমে এখনও পর্যন্ত লক লাগানো নেই।তার কারণাটা নিজেই জানিয়েছিলেন জাহ্নবী। “আমার মনে আছে মা আমার বাথরুমে লক রাখতে না তিনি ভয় পেতেন,আশঙ্কা করতেন আমি যদি বাথরুমে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলি।এই ছিল ভয়। তাই বাথরুমে লক লাগানোর অনুমতি ছিল না আমার। গোটা ঘরটাই কেমন সুন্দর করে সাজানো কিন্তু বাথরুমে লক আজও নেই”।
গোটা বাড়িটাই যেন রহস্যে মোড়া। অভিনেত্রী শ্রীদেবী যখন বাড়িটি কিনেছিলেন তখন থেকেই নাকি এই বাড়িতে এক সিক্রেট রুম ( secret room)ছিল।বাড়িতে একটা সিক্রেট রুম ও আছে যেখানে কী আছে জাহ্নবী নিজেও জানেন না।
ওই ঘর নিয়ে রহস্য কিছু কম নয় জাহ্নবীরও! কেরিয়ারে একের পর এক সাফল্য। বনি-শ্রীদেবীর (Boni – sreedevi Kapoor)সুখের সংসারে একদিন সব থেমে গেল। এই বাড়ির আনাচে কানাচে এখনও বেঁচে রয়েছে তিনি। সন্তানদের আগলে রেখেছেন হয়তো শ্রীদেবী।