ইভিএমের পাশেই জানালাটা খোলা, জানাজানি হতেই কেন্দ্রীয় বাহিনী বন্ধ করে জানালা

।। শর্মিলা মিত্র ।।
ভোটগ্রহণের সময় এবার ইভিএম মেশিনের পাশে জানালা খুলে রাখার অভিযোগ সামনে এল বারুইপুরে। প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করা হলেও কোনো উত্তর দিতে পারেন নি তিনি।
দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে এবার অভিযোগ উঠল ইভিএম-এর পাশের জানালা খুলে রাখার। তার মধ্যেই চলল অবাধে ভোট গ্রহণ। ইভিএম-এর পাশের খোলা জানালার ছবি উঠে আসল বারুইপুর পূর্বের বিধানসভা কেন্দ্রে। বারুইপুর চক্রবর্তী আবাদ প্রাইমারির স্কুলে ধরা পড়ল এই ছবি।
আরো পড়ুন : কমিশনের এত আঁটোসাঁটো নজর এড়িয়ে কোথায় কি অভিযোগ ?
অভিযোগ, ভোট গ্রহণের সময় খোলা ছিল ইভিএম-এর পাশের জানালা। সেখান থেকে সবকিছুই দেখা যাচ্ছিল বলে অভিযোগ। ইভিএম কেন এইভাবে আড়াল মুক্ত রইল তা নিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি বলে সূত্রের খবর। এরপর বিষয়টি জানাজানি হতে কেন্দ্রীয় বাহিনী জানালাটি বন্ধ করে দেয় বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
পিসিসি