প্রধানমন্ত্রীর মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছে তৃণমূল, অভিযোগ সায়ন্তনের

।। বাপি মণ্ডল ।।
শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুললেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। আগামী শনিবার শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালি মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী জনসভা করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশ-প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে।
বিজেপির রাজ্য ও জেলা নেতারাও মাঠ কামড়ে পড়ে রয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভামঞ্চের কাজ পরিদর্শনে করেন সায়ন্তন বসু। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন্তন বলেন, ‘মঞ্চ নির্মাণ ও হেলিপ্যাড তৈরির সামগ্রী যারা দিচ্ছেন, তৃণমূলের লোকজন তাঁদের হুমকি দিচ্ছে। নানা রকম ভয় দেখাচ্ছে।
যেমন যাঁরা হেলিপ্যাডের জন্য জলের ট্যাংক নিয়ে আসছেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে। যাঁরা ডেকোরেটরের কাজ করেন, তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। তাতে হেলিপ্যাড ও মঞ্চ তৈরির কাজ পিছিয়ে যাচ্ছে। তৃনমূলের লোকজন যত বাধাই দিক, শুক্রবারের মধ্যে আমরা প্রধানমন্ত্রীর সভা মঞ্চ তৈরি করব।’ সায়ন্তনের দাবি, প্রধানমন্ত্রীর জনসভায় তিন থেকে চার লক্ষ মানুষ আসবে। মাঠ ভরে যাবে।’