।। প্রথম কলকাতা ।।
TRP Ratings: জোরদার লড়াই চলছে বাংলা টেলিভিশনে। গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে টিআরপি-তে বিপুল রদবদল। এই সপ্তাহেও রেটিং চার্টে বিরাট পরিবর্তন হয়েছে। আর দু-সপ্তাহ মেরেকেটে বাকি বছর শেষ হতে। শেষলগ্নে এসে কোন সিরিয়াল বেঙ্গল টপার হল? লড়াইতে কে পিছিয়ে পড়ল, চলুন দেখে নেওয়া যাক।
জগদ্ধাত্রীকে হটিয়ে সেরার সিংহাসন দখল করল ‘ফুলকি’ ধারাবাহিক। যে ধারাবাহিকে এখন চলছে টানটান উত্তেজনা। প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা মামলা থেকে শাশুড়িকে নির্দোষ প্রমাণ করতে কীভাবে সফল হবে ফুলকি ? সেটা দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। অবশেষে সেই পর্ব শেষ হয়েছে।
অন্যদিকে, গত ১১ মাস টানা এক নম্বরে দেখা গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালটি। তবে গত কয়েক সপ্তাহে বেশ কিছু অদল-বদল ঘটে এখন ‘অনুরাগের ছোঁয়া’ দাঁড়িয়েছে পঞ্চম স্থানে। আশ্চর্যকর বিষয় কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘গীতা এল এল বি’। মাত্র কয়েক দিনেই পুরনোদের টেক্কা দিচ্ছে এই গল্প। আপাতত তৃতীয় স্থান দখল করেছে এই ধারাবাহিক।
প্রথম দশে কোন মেগা ধারাবাহিক ?
প্রথম – ফুলকি (৮.৫) , দ্বিতীয় – নিম ফুলের মধু (৮.১) , দ্বিতীয় – জগদ্ধাত্রী (৮.১) , তৃতীয় – গীতা এলএলবি (৭.৩) , চতুর্থ – অনুরাগের ছোঁয়া (৭.২) , পঞ্চম- তোমাদের রাণী (৭.০) , ষষ্ঠ – কার কাছে কই মনের কথা (৬.৭) , ষষ্ঠ – জল থই থই ভালোবাসা (৬.৭),* সপ্তম – লভ বিয়ে আজকাল (৬.৫) , অষ্টম – তুঁতে (৬.৪) ,নবম – সন্ধ্যাতারা (৬.২) , দশম – রাঙা বউ (৫.৭)।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম