।। প্রথম কলকাতা ।।
Kolkata High Court: শিক্ষকরা বারবার নিজেদের ইচ্ছেমতো এলাকায় অথবা কলকাতার আশেপাশের এলাকায় স্কুল বদলি করার আবেদন জানিয়েছেন । এরকম বহু মামলা কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) এসেছে। এবার রাজ্যে শিক্ষক বদলির বিষয়টি নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যে কোন শিক্ষক ইচ্ছা মতো স্কুল বদল করতে পারবেন না। প্রয়োজনে শিক্ষকদের দূরের স্কুলেও বদলি করা হতে পারে। আর আগামীতে শিক্ষক বদলির (Teacher Transfer) মামলায় এই আইন প্রয়োগ করতে হবে, এমনটাই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এই নির্দেশ দেন। দ্রুত যাতে শিক্ষা দফতর এই নির্দেশ কার্যকর করে এমনটাই বলা হয়েছে। বিচারপতির কথায়, “কোন জঙ্গল আইন চলতে পারে না। কলকাতার শূন্য ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে”। শিক্ষা দফতরের তরফ থেকে কোন শিক্ষককে স্কুল বদলির নির্দেশ দিলে সাত দিনের মধ্যে তা পালন করতে হবে ওই শিক্ষককে। আর তিনি যদি কোনভাবে শিক্ষা দফতরের নির্দেশ পালন না করেন তাহলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে শিক্ষা দফতর।
গ্রামের স্কুলগুলি থেকে অনেক শিক্ষকই কলকাতা শহর কিংবা শহরতলীর স্কুলগুলিতে বদলি নেওয়ার জন্য আবেদন জানাতে শুরু করেছিলেন। এই রকম বহু আবেদন এসে জমা পড়তে থাকে। যা নিয়ে অতীতে আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছিল বিচারপতি বসুকে। কারণ এইভাবে শিক্ষক বদলি হতে থাকলে গ্রামের সরকারি স্কুলগুলি শিক্ষক হীনতায় ভুগবে। কারণ বর্তমানে সেখানে ছাত্রের সংখ্যা বেশি বরং তুলনামূলকভাবে শিক্ষকের সংখ্যা কমে এসেছে। তাই সব দিক বজায় রাখতে শিক্ষক বদলির ক্ষেত্রে এই নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে শিক্ষকদের ঘনঘন বদলি আটকানো যাবে এবং গ্রামের স্কুলগুলিতেও ছাত্র-ছাত্রীরা পঠন-পাঠনের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম