নিয়ম বদলে গেল আইএসএলের

।। সায়ন সেনগুপ্ত ।।
করোনার পর মাঠে বল গড়ানোর আগেই, বড়সড় বদল আনা হয়েছে ফুটবলের বেশ কিছু নিয়মনীতিতে। ইউরোপের নামজাদা ফুটবল টুর্নামেন্ট গুলির পাশাপাশি এবার আইএসএলেও কার্যকরী করা হচ্ছে সেই সমস্ত নিয়ম-কানুন। বহুদিন ম্যাচের মধ্যে না থাকার ফলে, তাদের চোট আঘাতের কথা মাথায় রেখেই কার্যকরী করা হচ্ছে এই নিয়ম কানুন।
যেখানে প্রতিটি ম্যাচে তিনটি করে পরিবর্তন আনা যেত, তার বদলে এবার থেকে পাঁচটি করে পরিবর্তন আনতে পারবেন কোচেরা। এবং রিজার্ভ বেঞ্চে সাতজনের বদলে ন’জন করে খেলোয়াড় রাখতে পারবে প্রতিটি ক্লাব। তাছাড়াও প্রথম একাদশে দলের ৫ বিদেশি খেলোয়াড় রাখা গেলেও, সাতজন বিদেশি কে রাখা যাবে দলের রিজার্ভ বেঞ্চে।
আরো পড়ুন : ইন্টারের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় রিয়ালের
এছাড়াও, অ্যাওয়ে ম্যাচের গোল পার্থক্যেও আনা হচ্ছে বদল। আগে যেমন, সেমিফাইনালে সমান পরিসংখ্যান থাকলে, অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান কেই বেশি গুরুত্ব দেওয়া হত। এখন তার পরিবর্তে দুই সেমিফাইনালে গোল সংখ্যা সমান থাকলে, অতিরিক্ত সময় খেলা পরিচালনা করবেন রেফারিরা। যা গড়াতে পারে ট্রাইবেকার অব্দি।