।। প্রথম কলকাতা ।।
ICC World Test Championship: IPL-ই সর্বনাশ করছে ভারতের আন্তর্জাতিক মঞ্চ! ফের ব্যর্থ ভারত। এবার কাঠগড়ায় বিসিসিআই। কিন্তু কেন ? কী এমন হল যাতে একেবারে কাঠগড়ায় বিসিসিআই ? প্রথমে এশিয়া কাপে নকআউট পর্বে ভারতের হার। তারপর ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে হার। আর এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। মূল মঞ্চে ভারতের একের পর এক হার যেন অনেকটাই কোনঠাসা করে দিচ্ছে টিম ইন্ডিয়াকে। তাহলে কী কারণ জানা অধরাই থেকে যাচ্ছে ? কোন গলদ প্রকাশ্যে এসেও বুঝে হয়ে ওঠা আর হচ্ছে না?
প্রতি বছরই কোনো না কোনোভাবে নতুন প্লেয়াররা উঠে এসেছেন, তেমনই পুরনো প্লেয়াররা নতুন করে মেলে ধরেছেন নিজেকে। IPL শেষ করেই বড় পরীক্ষায় নামে টিম ইন্ডিয়া। মেগা ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হয় ভারত। আর এই পরীক্ষায় নেমেই চূড়ান্ত ব্যর্থ ভারতীয় দল। অনেকের মতে, ভারতের থেকে অস্ট্রেলিয়া এই WTC ফাইনালে খেলতে নামে অনেক তরতাজা হয়েই এককথায় বলা চলে, টেস্টের জন্য় তারা পুরো প্রস্তুতি নিয়ে নেমেছে। কারণ স্বরূপ জেনে রাখা ভালো দলের অধিকাংশ প্লেয়ার IPL খেলেননি জাতীয় দলের ম্যাচের জন্য। যেটাই পার্থক্য তৈরি করে দিয়েছে ।
নেটিজেনদের মতে, WTC ফাইনালে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্সের জন্য অন্যতম কারণ আইপিএল কে দায়ী করছেন । সমর্থকদের মতে, IPL-এর জন্যই প্লেয়াররা টেস্ট ম্য়াচে বাড়তি কিছু করার তাগিদ দেখাননি। যার কারণেই অধরাই থেকে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। যেহেতু IPL আড়াই মাসের টুর্নামেন্ট তাই প্লেয়াররা পর্যাপ্ত বিশ্রাম পাননি। IPL-এ রেকর্ড গড়লেও আন্তর্জাতিক ইভেন্টে মুখ থুবড়ে পড়়ছে ভারত। আন্তর্জাতিক ইভেন্টকে প্রাধান্য না দেওয়াটাই কাল হল বলে মনে করছেন অনেকে।
ভারতীয় দলের সবচেয়ে বড় দুর্বলতা হল টপ অর্ডারের ব্যাটিং। দুই ইনিংসেই খেলতে পারেননি ওপেনার শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা, নিজে উভয় ইনিংসে একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি। বিরাট কোহলিও ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেননি। চেতেশ্বর পূজারাও ফ্লপ। অন্যদিকে অজিঙ্কা রাহানে কিছুটা রান করে দলের সমতা ফেরালেও শেষমেশ হারের খাদের কিনারায় এসে তলিয়ে যায় অস্ট্রেলিয়ার বোলিং দাপটের কাছে। আইপিএল-এর পর ভারতীয় খেলোয়াড়দের নিয়ে এই ডব্লিউটিসি ফাইনালে সবচেয়ে বড় সমস্যা হল তারা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে মানসিকভাবে বেরিয়ে আসতে পারেনি। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা উভয় ইনিংসেই ভুল শট নির্বাচন করেছেন এবং উইকেট ছুঁড়ে দিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ বছরে কোনও বড় প্রতিযোগিতায় জিততে পারল না টিম ইন্ডিয়া । আইসিসির প্রতিযোগিতাগুলিতে ভারতীয় দলের শুধুই ব্যর্থতা। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তারপর বারংবার শুধুই ব্যার্থতা। রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড় সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন, টেস্টে তাঁদের খারাপ পারফর্ম্যান্সের জন্য আইপিএলই দায়ী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম