Theme Song: উদ্বোধন হল ‘দিদির সুরক্ষা কবচে’র থিম সং, উপস্থিত দেবাংশু-সায়নি-তৃণাঙ্কুররা

।। প্রথম কলকাতা ।।

Theme Song: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরপর তিনবার বাংলার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করার উদ্দেশ্যে একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে। রাজ্য সরকারের মস্তিষ্কপ্রসূত বহু প্রকল্পগুলির মধ্যে বাছাই করা ১৫ টি প্রকল্প নিয়ে ২০২৩ সালে আবারও দিদির সুরক্ষা কবচ নামক একটি নতুন কর্মসূচির সূচনা করা হয়। তার অধীনে ‘দিদির দূতে’রা (Didir Doot) গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেক মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সমস্যা জানবেন এবং তার সমাধান করবেন এমনটাই নির্দেশ দেওয়া হয়।

ইতিমধ্যেই দিদির দূতেরা নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। তবে রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavaj) কর্মসূচির একটি থিম সং (Theme Song) বা মিউজিক ভিডিও থেকে পর্দা সরালেন যুব তৃণমূলের কর্মীবৃন্দরা। এদিন তৃণমূল ভবনের বেলা এগারোটা নাগাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দিদির সুরক্ষা কবচ কর্মসূচির এই থিম সং। উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য সহ যুব তৃণমূল নেত্রী সায়নি ঘোষ এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাদের কথায়, তৃণমূল কংগ্রেস বর্তমানে বাংলার মানুষের জন্য যা করছে তা প্রতিশ্রুতি শুধু না, বাস্তব রূপায়ণ। তৃণমূল কংগ্রেস যে প্রকল্পগুলি মানুষের জন্য নিয়ে এসেছে সেগুলি থেকে প্রতিবারই রাজ্যবাসী সুবিধা পেয়ে থাকেন।

একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিদির সুরক্ষা কবচের থিম সং উদ্বোধন করা হয়। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের মাধ্যমে বিধায়ক, মন্ত্রী, সাংসদরা গ্রামে গ্রামে পৌঁছে যাবেন এমনটাই জানানো হয়েছিল দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। তাদেরকে নাম দেওয়া হয়েছিল’ দিদির দূত’। তাঁরা গিয়ে জনসাধারণের সঙ্গে কথা বলবেন। তাদের সমস্যা গুলি জানার চেষ্টা করবেন। রাজ্য সরকারের প্রকল্পগুলি থেকে তাঁরা কোনো রকম সুবিধা পাচ্ছেন কিনা, যদি না পেয়ে থাকেন তাহলে কেন পাচ্ছেন না এই সংক্রান্ত প্রশ্নের উত্তর খুজে আনতে হবে তাদেরকেই। আর তারপর তার সমাধান করতে হবে। দলনেত্রীর নির্দেশের পরেই দিদির দূতেরা গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছেন। এখনও পর্যন্ত চলছে সেই কর্মসূচি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version