Weather update: নামছে পারদ! হাড় কাঁপুনি দিয়ে আসছে শীত, আপডেট হাওয়া অফিসের

।। প্রথম কলকাতা ।।

Weather update: সকাল থেকে আকাশ পরিস্কার এবং শীতের শিরশিরানি। শুক্রবারে তুলনায় শনিবারের সকালের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রবিবার সকালে কলকাতা শহরে তাপমাত্রা নেমে গেল পনেরো ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।

সপ্তাহের শেষে জাকিয়ে শীতের আমেজ উপভোগ করছে তিলোত্তমাবাসী। শুক্রবার থেকে পারদপতন শুরু হয়েছিল। আগামী ৪৮ ঘণ্টায় আরও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার অন্যদিকে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে ফের একবার শীত বাধাপ্রাপ্তহ ওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অবাধ উত্তরের হাওয়া প্রবেশের ফলে শহরে তাপমাত্রা হু হু করে নামছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা প্রথম অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা পশ্চিমী ঝঞ্ঝাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। অধিকাংশরই মতে অন্য কোনো বাঁধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অপর্যন্ত শীতের জোরালো ইনিংস চলবে। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে উত্তরে হাওয়ার প্রবেশ পথ কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারে।

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কোনো বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। আগামী দুই থেকে তিন দিন উত্তর বঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী পাঁচ দিন একই রকম থাকবে তাপমাত্রা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version