মুখোশ যে তার কালো

।। ️মীর আব্দুল আলীম ।।
(এক)
লক ডাউনে
বিবেক শক্তি
লক করলো কারা
পকেটে নেই টাকা
পকেট কাটে লুটেরা।
(দুই)
পরিবহন শ্রমিক মালিক ⁉️
মানুষ ওরা বেজায় ভালো,
সামাজিক দূরত্বে চলো
দু’টা সিট কিনতে হবে একা
হায় জনগণ বেজায় বোকা❗
(তিন)
ক’টা দিন মাত্র
কাটলো ভাল,
ছড়ালো সেই
ভালোর আলো
মুখোশ যে তার কালো
এক সিটে ডাবল টাকা
এই জনতা ঢালো।
(চার)
অজুহাত বেশ ভালো
এদেশে দাম বাড়িয়ে
কমেছেতা বলতে পার,
এই লুটেরা
বাটপারিটা ছাড়ো।
(পাঁচ)
চোখ দুটো অন্ধ
নয়তো কাঠের চশমা
পড়ে আছেন তারা,
যাদের হাতে
আমজনতার বিবেক
এভাবেই আছে ছাড়া⁉️
( ছয়)
এই
জনতা ভোতা
সত্যি কথা বলতে পারো
শোনার আছে শ্রোতা।