ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভা

।। শর্মিলা মিত্র।।
গোটা দেশ জুড়ে নামছে তাপমাত্রা পারদ। এবার তারই মাঝে ঘূর্ণিঝড়ের কথা জানাল মৌসম ভবন।
এবার, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভা। জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি গভীর নিম্মচাপ। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে এগিয়ে যাবে বলে মৌসম ভবন সূত্রে খবর। ২৩ নভেম্বর থেকে এর জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ ২৪ ও ২৫ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায়।
মৌসম ভবন সূত্রে খবর, ২৫ নভেম্বর তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় নিভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল তৈরি রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷ তার মধ্যে ইতিমধ্যেই ১২টি দলকে মোতায়েন করা হয়েছে। বাকি ১৮টি দল অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে মোতায়েন করার জন্য তৈরি রয়েছে বলে জানিয়েছেন NDRF-এর এক শীর্ষ আধিকারিক।
পাশাপাশি, প্রভাবিত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদেরও সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
২৪ ও ২৫ নভেম্বর সমুদ্র উত্তাল থাকার কারনে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলেও জানা গিয়েছে।
পিসি/