Prothom Kolkata

Popular Bangla News Website

বিজেপিকে ভোট দিতে বলা হচ্ছে, সিআরপিএফের বিরুদ্ধে অভিযোগ, উত্তপ্ত গোঘাট

।। বাপি মণ্ডল ।।

ভোটদাতাদের প্রভাবিত করার অভিযোগ উঠল সিআরপিএফের বিরুদ্ধে। আর তা নিয়ে উত্তপ্ত হুগলীর গোঘাট। ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাও করে বাসিন্দারা বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঘাটের ফুলজলা প্রাথমিক বিদ্যালয়ের সকাল থেকে মোটের উপর স্বাভাবিক ছন্দে ভোটগ্রহণ শুরু হয়েছিল। বেলা গড়াতেই বদলে গেল সেই ছবিটা। অভিযোগ উঠল খোদ বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সিআরপিএফের বিরুদ্ধে অভিযোগ উঠল ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে।

আরো পড়ুন : ভোটের ডিউটিতে এসে জওয়ানের ‘অসভ্যতামি’!নাবালিকাকে মুখ চেপে জঙ্গলের দিকে টান

আর তা নিয়ে উত্তেজনা ছড়াল। অভিযোগ সিআরপিএফের পক্ষ থেকে ভোটারদের বিজেপিকে ভোট দিতে বলা হচ্ছে। কেউ অরাজি হলে তাঁদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সিআরপিএফকে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়।

যদিও ওই বুথের দায়িত্বপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন, কোনও ভোটদাতাকে প্রভাবিত করা হয়নি। তাঁরা স্বাভাবিকভাবেই ভোট দিচ্ছেন। কাউকে আটকানোও হয়নি।