Prothom Kolkata

Popular Bangla News Website

এতো চোট আঘাতের জন্য অসময়ে আইপিএল কে দোষারোপ করলেন অজি কোচ

1 min read

।। প্রথম কলকাতা ।।

অস্ট্রেলিয়া (Australia) সফরের প্রথম দিন থেকে চোট আঘাত ভুগিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। একের পর এক ক্রিকেটারের চোট । মহম্মদ শামি, উমেশ যাদব, কে এল রাহুল, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ তালিকাটা এতটাই দীর্ঘ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তথা ব্রিসব্রেন টেস্টে প্রথম একাদশ সাজাতে কার্যত হিমশিম অবস্থা ভারতীয় টিম ম্যানেজমেন্টের । এমনকী অজি শিবিরেও চোটের ধাক্কা লেগেছে। টেস্ট সিরিজের প্রথম দু’টি ম্যাচে ছিলেন না ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। চোটের জন্য ছিটকে গেছেন
সিরিজে এত চোট-আঘাতের জন্য অসময়ে IPL আয়োজনকেই দায়ী করলেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)।
এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই সিরিজে অনেক খেলোয়াড় চোট পেয়েছে। সাদা বলের ক্রিকেটে চোট আঘাত আমাদের ভুগিয়েছে। আর টেস্ট সিরিজে ভারতকে ভোগাচ্ছে। আমরা এই ব্যাপারটি নিয়ে পরবর্তীতে অবশ্যই পর্যালোচনা করব। কিন্তু আমার মনে হয়, এবারের আইপিএল সঠিক সময়ে আয়োজন করা হয়নি। বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ সিরিজের আগে এই টুর্নামেন্ট আয়োজন ঠিক হয়নি।” এর সঙ্গেই তিনি বলেন, “আইপিএল(IPL) আমিও পছন্দ করি। আমাদের ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটে উন্নতিতে এই টুর্নামেন্টের অবদানও রয়েছে। তবে দুটো টিমই যেভাবে চোটের কবলে পড়েছে, তাতে আমার মনে হচ্ছে আইপিএল আয়োজনের সময় একদমই সঠিক ছিল না।”