।। প্রথম কলকাতা ।।
Shruti Das: আবার সাফল্যের মুকুটে নয়া পালক। সিনেমার পর এবার ওয়েব সিরিজে শ্রুতি দাস। মিমি চক্রবর্তী সঙ্গে ওয়েব সিরিজের প্রথম কাজ করছেন তিনি। কোন টোটকায় মন জয় করছেন পরিচালকদের? শ্রুতি বললেন, আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়া যায়। সেকারণেই হয়তো পরিচালকরা ভরসা করেন। আপনারা তো দেখেছেন, সব ধরণের অভিনয়েই বাজিমাত করছেন অভিনেত্রী। আপনারাও কি শ্রুতির সঙ্গে একমত? চটপট লিখে ফেলুন নীচের কমেন্ট বক্সে। অভিনয় নিয়ে আর কি বলছেন অভিনেত্রী?
বাংলা মেগার অন্যতম পরিচিত মুখ শ্রুতি দাস। আপনারা তো জানেন, অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কাটোয়া থেকে কলকাতায় এসেছিলেন। ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর দেশের মাটি, রাঙা বউ সিরিয়ালে শ্রুতি তাঁর প্রতিভা দেখিয়েছেন। আজ প্রতিটি বাংলা সিরিয়ালের দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন শ্রুতি দাস।ছোট পর্দার সাফল্যকে সঙ্গী করে বড় পর্দায় এসেছে বিগ ব্রেক। শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে আমার বস ছবিতে সুযোগ পেয়েছেন শ্রুতি।
এবার ওয়েবের দর্শকের দিল জিততে তৈরি ছোট পর্দার রাঙা বউ। মিমি চক্রবর্তীর সঙ্গে ‘ডাইনি’ সিরিজে কাজ করছেন ছোট পর্দার রাঙা বউ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘ডাইনি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টেলি অভিনেত্রী শ্রুতি দাসকে। নির্ঝরের নির্দেশনায় কাজ করছেন অভিনেত্রী।
একের পর এক সাফল্য শ্রুতির ঝুলিতে। এবার ওয়েব সিরিজে ডেবিউ করছেন। কী ভাবে সিরিজে কাজের প্রস্তাব পেলেন? সংবাদ মাধ্যমকে তিনি বললেন, ‘কাস্টিং ডিরেক্টর সন্দীপ চট্টোপাধ্যায় অর্থাৎ স্যান্ডি দা আমাকে প্রথম বলেন। ত্রিনয়নীতেও উনিই আমাকে কাস্ট করেছিলেন। আমি যখন মেঘালয়ে ছিলাম তখন ফোন এসেছিল’। আমার আলাদা করে কোনও লুক টেস্ট হয়নি’।
ছোট পর্দার সফল অভিনেত্রী। বড় পদায় সদ্য ডেবিউ। তারপরই ক্যামিও চরিত্রে কেন অভিনয়? শ্রুতির কথায়, ‘এই চরিত্রটা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ারফুল একটা চরিত্র। দর্শক আমাকে আগে কখনও এভাবে দেখেনি। এক্সপেরিমেন্টাল কাজ করতে আমি সবসময়ই ভালোবাসি।’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। তাঁর সঙ্গে কোনও দৃশ্যে একসঙ্গে কাজের সুযোগ আছে? উত্তরে শ্রুতি বলেন, ‘হ্যাঁ, আমাদের একসঙ্গে দৃশ্য রয়েছে। মিমি দি-র সঙ্গে কাজ করতে আমি খুবই উত্তেজিত।’
ছোট পর্দার দর্শকের ভালোবাসাতেই বড় পর্দা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সুযোগ? দর্শক কেন শ্রুতি দাসকে ভালোবাসছেন? অভিনেত্রীর মত, ‘আমি প্রথাভাঙা কাজ করতে ভালোবাসি। সেটাও কারণ হতে পারে। আবার পরিচালকরা আমাকে দিয়ে হয়তো অভিনয়টা করিয়ে নেওয়ার ভরসা পান। তাই আমি সুযোগগুলো পাচ্ছি। আমি পরিচালকের কথার বাইরে একটা স্টেপও ফেলি না।’ থিয়েটার, টেলিভিশন, সিনেমা, সিরিজ কোনটাকে এগিয়ে রাখতে চান শ্রুতি? অভিনেত্রীর সংযোজন, ‘মেগা আমার নার্সারি। তবে তারও আগে থিয়েটারের কাজ। ওখান থেকেই তো শুরু। আর ধারাবাহিক আমাকে পরিচয় তৈরি করেছে। তাই এই দুটো আমার প্রথম প্রায়োরিটি। এরপর সিনেমা-সিরিজ।’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম