Earthquake Warning in Uttarakhand: তুরস্কের মতো ভয়াবহ ভূমিকম্প হবে উত্তরাখণ্ডে! প্রকাশ্যে হাড় হিম করা তথ্য

।। প্রথম কলকাতা ।।

Earthquake Warning in Uttarakhand: তুরস্কের(Turkey) ভূমিকম্পের(Earthquake) ক্ষত এখনো দগদগে। একের পর এক ভূমিকম্পের কবলে তুরস্ক। ৭.৮ মাত্রার ভূমিকম্প তুরস্ককে মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত করেছে। আশঙ্কা করা হচ্ছে, তুরস্কের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে ভারতের(India) এক স্থানের। যেখানে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে। একবার যদি ৮ মাত্রার ভূমিকম্প হয় তাহলে পরিণতি হবে ভয়ঙ্কর। তুরস্কে ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ। গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে চলছে উদ্ধার অভিযান। এই সবের মধ্যেই ভারতের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (এনজিআরআই) প্রধান বিজ্ঞানী উত্তরাখণ্ডেও(Uttarakhand) তুরস্কের মতো ভূমিকম্পের বিষয়ে সতর্ক করেছেন।

ড. এন পূর্ণচন্দ্র রাও টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, তুরস্কের তীব্রতার ভূমিকম্প উত্তরাখণ্ডেও হতে পারে। উত্তরাখণ্ড অঞ্চলে ভূপৃষ্ঠের নীচে প্রচুর উত্তেজনা তৈরি হচ্ছে এবং উত্তেজনা প্রশমিত করার জন্য একটি ভূমিকম্প হওয়ার সম্ভবনা রয়েছে। তবে ভূমিকম্পের তারিখ ও সময় নিয়ে কিছু বলা যাচ্ছে না। তিনি জানান, উত্তরাখণ্ডকে কেন্দ্র করে হিমালয় অঞ্চলে প্রায় ৮০টি সিসমিক স্টেশন স্থাপন করা হয়েছে। সর্বদা বাস্তব সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে চাপ জমা হচ্ছে। এই এলাকায় জিপিএস নেটওয়ার্ক রয়েছে। এই জিপিএস পয়েন্টগুলি সরছে, যা ভূপৃষ্ঠের নীচের পরিবর্তনগুলিকে নির্দেশ করে।

ডাঃ রাও জানান, ভ্যারিওমেট্রিক জিপিএস ডেটা প্রসেসিং পৃথিবীতে কী ঘটছে তা নির্ধারণ করার জন্য একটি নির্ভরযোগ্য পদ্ধতি। তবে সঠিক সময় এবং তারিখ ভবিষ্যদ্বাণী করা যায় না। যে কোনও সময় উত্তরাখণ্ডে একটি বিশাল ভূমিকম্প হতে পারে। ৮ এবং তার বেশি মাত্রার ভূমিকম্পকে বলা হয় মহা ভূমিকম্প। তুরস্ক ৭.৮ মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। প্রযুক্তিগতভাবে এটিকে বড় ভূমিকম্প বলা না গেলেও দেশটিতে ধ্বংসযজ্ঞ বেশি ছিল। হিমালয় অঞ্চলে ৮ মাত্রার বেশি ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এই এলাকাটির জম্মু ও কাশ্মীর থেকে অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এক্ষেত্রে ক্ষয়ক্ষতি নির্ভর করবে জনসংখ্যার ঘনত্ব, ভবনের গুণমান, পাহাড় বা সমতল ভূমিতে নির্মাণ কাজের উপর। ড. রাও আশঙ্কা করছেন, এই ভূমিকম্পের মাত্রা তুরস্কের মতো কিংবা তার থেকে বেশি হবে।

ভূমিকম্পের তাণ্ডব যে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখেছে গোটা বিশ্ব। তুরস্কে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সীমাহীন। লক্ষ লক্ষ মানুষ এখন ঘরছাড়া। আশঙ্কা করা হচ্ছে, যদি ভারতেও এই ধরনের ভূমিকম্প হয় তাহলে তার ফলাফল একেবারেই ভালো হবে না। এর আগেও সমগ্র হিমালয় অঞ্চল ১৭২০ সালে আর ১৮০৩ সালে চারটি বড় বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version