Manobjomin Teaser: ‘পরলোকের কথা ভাবতে গিয়ে ইহকাল দেখা হল না’, প্রকাশ্যে ‘মানবজমিন’-এর টিজার

।। প্রথম কলকাতা ।।

Manobjomin Official Teaser: শেষমেশ মুক্তি পেল শ্রীজাতর প্রথম ছবি মানবজমিনের টিজার। প্রথম থেকে ছবিটিকে নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। অবশেষে সমস্ত কিছুকে পাশে রেখে প্রকাশ্যে এসেছে ছবির অফিশিয়াল টিজার। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), পরাণ বন্দ্যোপাধ্যায়ের (Paran Banerjee) মতো অভিনেতারা উপস্থিত রয়েছেন। প্রযোজক রানা সরকার। এই ছবির টিজার বলে দিচ্ছে যে, এটি বাকি ছবিগুলির থেকে একদমই আলাদা। তবে সেখানে প্রশ্ন আসে কোন দিক থেকে?

১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারে রামপ্রসাদের গান ‘মন রে কৃষিকাজ জানো না’ মন কেড়েছে সকলের। টিজারের প্রথমেই এই গান মনে হয় যেন, আরও একবার আমাদের কিছু বোঝাতে চাইছে। টিজারে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটির মধ্যে আক্ষেপ দেখা গিয়েছে। সে বলে, ‘চিরটা কাল ইহকালের কাজ করলাম পরলোকের কথা ভেবে। অথচ ইহকালটাই দেখতে পেলাম না’। সেইসঙ্গে টিজারের শুরুতে শ্রীজাতর গলায় শোনা গিয়েছে, “কিছু গল্প পর্দায় বলতে ভালো লাগে। আর কিছু স্বপ্ন ভাগ করে নিতে ইচ্ছে হয় সকলের সঙ্গে”। এদিকে পরমব্রত ও প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে দুস্থদের সাহায্য করতে। তাঁদের স্বপ্ন বাচ্চাদের জন্য স্কুল করা।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়কে। যে পরাণ বাবুর কাছে স্বর্গের জমি কেনার প্রস্তাব দেবে। যাতে এক প্রকার সম্মতি দেবেন পরাণ বাবুর চরিত্রটি। আর এই মানবজমিন নিয়েই সমস্যা তৈরি হবে তিনটি চরিত্রের মধ্যে। এবার দেখার এই ছবি বাবা-ছেলের সংঘর্ষের কথা বলে, নাকি অন্য কিছু! মানুষের আখ্যান, ভালবাসার কাহিনী নিয়ে সকলের জন্য নতুন বছরের শুরুতে আসছে ‘মানবজমিন’। ছবিতে সুর দিয়েছেন জয় সরকার। গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, সোমলতা আচার্য চৌধুরীরা। প্রথমবার পরিচালক হিসেবে কাজ করেছেন শ্রীজাত।

এবিপি লাইভকে তিনি আগেই বলেছিলেন, ‘পড়াশোনা ও আগের কাজের সূত্রে রূপোলি পর্দার জগতটা তাঁর কাছে চেনা। কিন্তু দিনদিন প্রযুক্তি বদলাচ্ছে, আরও উন্নতি হচ্ছে। একজন পরিচালকের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, ছবি নিয়ে নিজের মনে স্পষ্ট ধারণা থাকা। যদি আমার স্পষ্ট ধারণা না থাকে, তাহলে দর্শকদের সামনে সঠিকভাবে তা তুলে ধরা যাবে না’। এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতায়। মানবজমিন নিয়ে আশা রয়েছে রানা সরকারেরও। ইতিমধ্যেই নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ছবির টিজার। তবে আগে শোনা গিয়েছিল, এই ছবির চিত্রনাট্য নিয়ে নাকি মতবিরোধ তৈরি হয়েছিল শ্রীজাত ও সৃজিতের মধ্যে। যদিও সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দিয়ে টিজারে দেখা গিয়েছে তাঁকে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version