Tata Nexon EV: ভারতে সর্বাধিক বৈদ্যুতিক গাড়ি বিক্রির নজির গড়তেই, মাহিন্দ্রা-কে খোঁচা টাটার

Tata Nexon EV : দেশের বৈদ্যুতিক গাড়ির বাজারে যদি সবার প্রথম কারো নাম মাথায় আসে তাহলে সেটা অবশ্যই টাটা মোটর্স (Tata Motors)। ২০২০ সালে লঞ্চ হয় Tata Nexon EV। সম্প্রতি এই গাড়ির বিক্রি ৩৫ হাজার অতিক্রম করেছে বলে জানিয়েছে টাটা।

।। প্রথম কলকাতা ।।

জনস্রোতে ভাসছে Tata Nexon EV। একের পর এক মাইলস্টোন অতিক্রম করে চলেছে কোম্পানির এই দুরন্ত বৈদ্যুতিক গাড়ি। ভারতে বৈদ্যুতিক গাড়ির প্রচলন কতটা সফল হবে যখন এই নিয়ে সবাই যখন চিন্তামগ্ন তখন সবাইকে চমকে দিয়ে মাঠে নাম Nexon। তারপর বাকিটা ইতিহাস। সম্প্রতি আরও এক নজির গড়ে ফেলেছে টাটা মোটর্স। লঞ্চ হওয়ার তিন বছর অতিক্রম না হতেই এটির বিক্রি ৩৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।

বর্তমানে, টাটা মোটর্স ভারতে তিনটি বৈদ্যুতিক গাড়ির বিক্রি সক্রিয় রেখেছে – Tigor EV, Nexon EV Prime এবং লং রেঞ্জ Tata Nexon EV Max। এর মধ্যে Tata Nexon EV Prime একটি 30.2 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি যুক্ত ভেহিকেল এবং Nexon EV Max একটি 40.5 kWh ব্যাটারি যুক্ত ভেহিকেল। দুই গাড়ির সিঙ্গেল চার্জে রেঞ্জ যথাক্রমে – 312 কিলোমিটার এবং 437 কিলোমিটার।

 

আরও পড়ুন : ইলেকট্রিক স্কুটারের ওয়ারেন্টি বাড়াতে চান? মাত্র ১ টাকায় পরিষেবা দিচ্ছে Ather Energy

 

এদিন টাটা মোটর্স ট্যুইট করে এ কথা ঘোষণা করে। সঙ্গে দেশের আরও এক বড় চার চাকা প্রস্তুতকারক মাহিন্দ্রা-কেও (Mahindra & Mahindra) খোঁচা দিতে ছাড়েনি। কোম্পানি ট্যুইটে লেখে, ৩৫ হাজার ‘০০’ এর থেকে বড়। এই ট্যুইটের ইঙ্গিত দুটো হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রথম মাহিন্দ্রার আসন্ন বৈদ্যুতিক গাড়ির নামের শেষে দুটি শূন্য রয়েছে – ‘XUV400’। দ্বিতীয় ব্যাখ্যা হল, গাড়িটি এখনো বাজারে লঞ্চ করেনি অর্থাৎ বিক্রিও শূন্য।

 

 

যদিও খুব শীঘ্রই মাহিন্দ্রাও এই দৌড়ে নামতে চলেছে। Mahindra XUV400 গাড়িতে মিলবে 39.4 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক যা সিঙ্গেল চার্জে 456 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জের দাবি রাখে। দামের কথা যদি বলি, তাহলে Tata Nexon EV ফ্যামিলির দাম 14.99 লক্ষ টাকা থেকে শুরু। যেখানে Mahindra XUV400-এর এক্স-শোরুমের দামও 20 লক্ষ টাকার নিচে থাকবে বলে জানা যাচ্ছে। সবমিলিয়ে বলতে হয়, আগামীদিনে বৈদ্যুতিক গাড়ির বাজারে দুই ভারতীয় সংস্থার দ্বৈরথ দেখার মতো হবে।

Exit mobile version