মিম প্রধান বাংলায় ঢুকলে লাঠি পেটা করার হুমকি ত্বহা সিদ্দিকীর

।। শর্মিলা মিত্র ।।
আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) ও মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসিকে (Asaduddin Owaisi) নিয়ে এবার মুখ খুললেন ফুরফুরা শরীফ পীরজাদা ত্বহা সিদ্দিকী (Toha Siddiqui)। বসিরহাট মহাকুমার হাড়োয়া অটো স্ট্যান্ডে একটি দলীয় কর্মী সভায় ক্ষোভ উগরে দেন ত্বহা সিদ্দিকি। আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddiqui) ভাইজান বলে, তার মন্তব্য ‘ভাইজান বেইমান প্রতারক।’ ত্বহা সিদ্দিকির দাবি, ‘কয়েকটা ইমাম সাহেব আর মৌলি সাহেব আছে ওরা কেন ওদের পিছনে দৌড়াচ্ছে বলুন তো ওরা ভাইজানের নাম করে ৫ হাজার টাকা তুলছে সাড়ে ৪ হাজার টাকা নিজে ঝাড়ছে আর পাঁচশো টাকা পাঠাচ্ছে।
ওই জন্য অত গুনগান করছে।’ পাশাপাশি, ভাইজানকে উদ্দেশ্য করে তার প্রশ্ন ‘আমি যদি বলি উপরে সাদা জামা আর ভিতরে গেরুয়া জামা কেমন হবে ?’ তার ভাইজান সম্পর্কে অভিযোগ, ‘ফুরফুরা শরিফকে কলঙ্কিত করছেন। অভিযোগ ভক্তদের কাছে ১০০ টাকা আর একটা করে ঈদ নিয়ে গত কয়েক বছরের লরেন্স সিটি বানানোর নাম করে লজেন্স সিটি বানিয়েছে প্রতারণা করেছেন ভক্তদের সঙ্গে। এরপর মিম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) সম্পর্কে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আসাউদ্দিন ওয়াইসি বাংলায় ঢুকলে তাকে লাঠি পেটা করব।’ তার মন্তব্য, ‘বাইরে থেকে আসা আসাউদ্দিন ওয়াইসি তথা মিম পার্টিকে লাঠিপেটা করে বাংলা থেকে তাড়াবো আপনারা প্রস্তুত থাকুন।’
আরো পড়ুন : বাংলার উন্নয়নের জন্য একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি সোহমের
অন্যদিকে, বামফ্রন্ট ও তৃণমূল সরকার সম্পর্কে তার মন্তব্য, ‘গত ৩৪ বছর বামফ্রন্ট সরকার মুসলমানদের জন্য কিছু করেনি, এই সরকার তাও কিছু করার চেষ্টা করছে, উন্নয়ন রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের লাইট হয়েছে চারিদিকে উন্নয়ন হয়েছে।’ কিন্তু তাও তার মন্তব্য, ‘তবে, হ্যাঁ এই সরকার যদি বলে মুসলমানদের জন্য ৯৯ শতাংশ কাজ করে দিয়েছি, এর চেয়ে বড় মিথ্যুক আর কেউ নেই। আর আমরা যদি বলি, এই সরকার আমাদের জন্য কিছু করেনা, আমাদের মত বড় বেইমান আর কেউ নেই।’ পাশাপাশি, তার আরও অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী কিছু MLA কিছু MP কিছু সভাধিপতি কিছু সভাপতি কিছু চেয়ারম্যান কিছু প্রধান এরা সংখ্যালঘু মুসলমানদের সবকিছু থেকে বন্চিত করেছে যার জন্য আজকে বাংলার সংখ্যালঘু মুসলমানরা একটু মুখ ঘুরিয়ে নিয়েছিল। তবে আজকে তারা আস্তে আস্তে ফিরে আসছে। পাশাপাশি তার মন্তব্য, ‘টাকা নিয়ে নেবেন ছেড়ে দেবেন না, নিয়ে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবেন।’