ঋতাভরীর কোলে মিষ্টি বেবি
1 min read

।। প্রথম কলকাতা ।।
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর কোলে ছোট্ট এক পুচকু বেবি । ক্যামেরা অন করে সেই ছোট্ট পুচকের সাথে কথা বলে চলেছেন অনবরত ঋতাভরী ।সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেওয়া মাত্রই হামলে পড়েছেন নেটিজেনরা এতো মিষ্টি পুচকেটা কার?
শীত এসে গেছে ঋতাভরীকে দেখে সেটা বোঝা যাচ্ছে, গায়ে ইতিমধ্যেই তিনি দিয়েছেন লাল টুকটুকে জ্যাকেট । অন্য সময় হলে নেটিজেনরা হয়তো ঋতাভরীর জ্যাকেট নিয়ে হাজারটা প্রশ্ন করতো, তবে ঋতাভরীর কোলে মিষ্টি এক পুচকে দেখে সব ভুলেছেন নেটিজেনরা ।

শেষমেশ জানা গেল পুচকে ঋতাভরীর বন্ধুর, তবে দেখে বোঝার উপায় নেই, আসলে সব নারীর মধ্যেই তো একটা লুকিয়ে থাকা মা থাকে, তাই ঋতাভরীর কোলে একেবারে আরাম করে শুয়ে ঋতাভরীর কথা শুনছে মিষ্টি পুচকু একেবারেই নির্ভয়ে!
