।। প্রথম কলকাতা ।।
Summer Beauty Tips: চলছে তীব্র দাবদাহ। বাইরে বেরলেই সঙ্গী হচ্ছে জ্বালাপোড়া রোদ। সানট্যান দেখা দিচ্ছে মুখ, হাত সহ দেহের খোলা অংশে। সূর্যের তাপে রং বদলে দিচ্ছে চামড়ার। বাড়িতেই একটু সময় দিলে এই ট্যান দূর করা যায় সহজেই। কিছু ঘরোয়া উপাদানের গুণেই সানট্যান দূর হবে নিমেষে। কী কী উপায়? চলুন দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে।
গরম যতই পড়ুক, অফিস তো যেতেই হবে। তাই সূর্যের তেজ থেকে বাইরে থাকার উপায় নেই। সানস্ক্রিনের প্রলেপ থাকলেও চড়া রোদে চামড়া পুড়ছে। উবে যাচ্ছে ত্বকের জেল্লা। কেবলমাত্র সাবান-শ্যাম্পু দিয়ে স্নান করলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে না। সানট্যান দূর করতে এই প্রতিবেদনে থাকছে কিছু টোটকার সন্ধান। স্নানের আগে এসব মেনে চললে ট্যান ফিকে হবে সহজে। ত্বকও হবে কোমল। ফিরবে হারানো জেল্লাও।
স্নানের জলে ৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। সেই জল দিয়ে স্নান করলে সানট্যান মিলিয়ে যাবে। ট্যানের পাশাপাশি গরমকালে যথেষ্ট ভোগায় ঘামাচিও। সেই সমস্যাকে বাগে আনতে সবশেষে নিমপাতা ফোটানো জলে গা ভিজিয়ে নিন। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণেই ঘামাচি দূর হবে। সমাধান মিলবে র্যাশ ও চুলকানি থেকেও।
জোর দিতে হবে স্ক্রাবিংয়ে। ত্বকে লেগে থাকা ধুলো-ময়লা এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে এক্সফোলিয়েশন। পাশাপাশি সানট্যানও দূর হবে সঠিক স্ক্রাবেই। এর জন্য ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়েই স্ক্রাব বানিয়ে নিতে পারেন। সপ্তাহে একদিন সেসব স্ক্রাব মেখে হাত-পায়ের ট্যান তুলে নিন সহজে। ত্বকের ট্যান তুলতে কাজে লাগাতে পারেন ঘরে থাকা দই ও মধুকেই। দইয়ে থাকা ল্যাটকটিক অ্যাসিড ত্বককে এক্সফলিয়েট করে সানট্যান দূর করে। মধুর ছোঁয়ায় ত্বক হয় কোমল। কমে ত্বকের জ্বালাপোড়া ভাবও। এই দুইয়ের মিশেলে উপচে পড়বে ত্বকের জেল্লাও।
এই স্ক্রাব বানাতে লাগবে ২ টেবিল চামচ দই এব ১ চা চামচ মধু। প্রথমে এই দুই উপাদান একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর ট্যান পড়া হাত-পা, পিঠে ভালোভাবে তা মেখে নিন। আধ ঘণ্টা অপেক্ষা করুন। শুকিয়ে এলে আলতো করে ঘষে তুলে ফেলুন। কফির ছোঁয়ায় আপনার ত্বকেও লাগবে সোনালি জেল্লা। গায়েব হবে সানট্যানও। তাই দেরি না ঘরে থাকা কফি কাজে লাগান স্নানের আগে।
এর জন্য লাগবে অর্ধেক কাপ গ্রাউন্ড কফির সঙ্গে ১/৪ কাপ ব্রাউন সুগার এবং নারকেল তেল। প্রথমে সব উপকরণ একসঙ্গে একটি পাত্রে মিশিয়ে নিন। সেই মিশ্রণ ভালো করে হাতে-পায়ে লাগিয়ে নিন। তারপর সার্কুলার মোশনে মাসাজ করুন। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ধুয়ে নিলেই কেল্লাফতে। সানট্যান দূর করতে বেজায় উপকারী পেঁপের প্যাক। পেঁপেতে থাকা প্যাপাইন উৎসেচকই সানট্যান হালকা করবে। এর ছোঁয়ায় ত্বকের রুক্ষভাবও নিমেষে দূর হবে। এর জন্য পেঁপের সঙ্গে লাগবে মধু এবং লেবুর রস।
প্রথমে পেঁপের পাল্পের সঙ্গে ২ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। তা ট্যান পড়া হাতে-পায়ে ভালোভাবে লাগিয়ে নিন। আধ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে নিন। তারপর পার্থক্য দেখুন নিজে চোখেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম