।। প্রথম কলকাতা ।।
Shirshendu Mukhopadhyay: কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গত শনিবার (১৫ জুন) মৃদু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রখ্যাত কথা সাহিত্যিক। জানা যায়, পেসমেকার পুরনো হয়ে যাওয়ায়, সেটা বদলানোর জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ আছেন প্রখ্যাত কথা সাহিত্যিক। আপাতত দু-একদিন হাসপাতালেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন তিনি। একথা জানিয়েছেন, সাহিত্যিক কন্যা দেবলীনা মুখোপাধ্যায়। ৮৮ বছর বয়সী সাহিত্যিকের হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে ওঠেন সকলে। তবে যেমনটা জানা যাচ্ছে সাহিত্যিকের অবস্থা বেশ স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি।
ছোট গল্প, শিশুতোষ, উপন্যাস, ভ্রমণ কাহিনী ছাড়াও বহু সাহিত্য রচনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্য়ায়ের প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। যা প্রকাশিত হয় ১৯৬৭ সালে। এরপর একের পর এক লিখেগেছেন মনোজদের অদ্ভুত বাড়ি, মানবজমীন, গয়নার বাক্সো, পারাপারের মতো সব উপন্যাস।