কলকাতাতেই সোমনাথ মন্দির! মণ্ডপ জুড়ে শিবের ১০৮ টি নাম আর ত্রস্ত, রয়েছে আরও চমক

।। প্রথম কলকাতা ।।

পুজোর মধ্যে সোমনাথ মন্দির দর্শনের দারুন সুযোগ। সাবেকিয়ানা ও আধুনিকতার মিশ্রণে দাঁড়িয়ে থাকবে ‘অবিনশ্বর’! আহিরীটোলা সর্বজনীনে এবার দেখতে পাবেন নতুন চমক। মণ্ডপ জুড়ে শিবের ১০৮ টি নাম, আর ত্রস্ত আলাদা অনুভূতি জাগিয়ে তুলবে।

আহিরীটোলার এবারের নিবেদন ‘অবিনশ্বর’। আদি অজ অক্ষয়, অর্থাৎ যাঁর বিনাশ নেই। যিনি চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। এবছর এই ভাবকে রূপক হিসেবে ধরে মণ্ডপ তৈরি হচ্ছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে। শিবের ১০৮ টি নাম ও স্তোত্র দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।সাদৃশ্য রেখেই তৈরী হয়েছে প্রতীমা। আলোকসজ্জাতেও থাকবে বিশেষ চমক।

সুতরাং, পুজোর মরশুমে সোমনাথ মন্দিরের দর্শন পাবেন কলকাতাতেই। এই বছর ৮৪ তম বর্ষে পদার্পণ করল এই দুর্গোপুজা। এই বছর থিমের ভাবনায় রয়েছেন দেবজ্যোতি জানা এবং প্রতীমা শিল্পী নবকুমার পাল। আহিরিটোলা দুর্গোৎসব সমিতি প্রতিবছরই নতুন নতুন চমক নিয়ে হাজির হয় দর্শনার্থীদের জন্য।

আহিরিটোলা সার্বজনীনের এই বছরের থিম ‘অবিনশ্বর’। যার অর্থ বিনাশ নেই যার। সোমনাথ মন্দির যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম। যা বহির্শত্রুর আগমনে বহুবার ধ্বংস হয়েছে। আবার নতুন রূপে গড়ে উঠেছে এই মন্দির। সোমনাথ মন্দির অর্থাৎ শিবের মন্দির। আর শিব-ই হল অবিনশ্বর। শিব যিনি স্বয়ম্ভূ অর্থাৎ যার জন্ম নেই, যিনি অনাদি, তিনিই অনন্ত, তিনিই ক্ষয়। শিবের সাথে সামঞ্জস্য রেখেই ‘অবিনশ্বর’ প্রযোজ্য সোমনাথ মন্দিরের জন্য। যার বিনাশ নেই। যতবার ধ্বংস হবে ততবার নতুন রুপে উঠে আসবে শিবের এই মন্দির। সেটাই এবার চাক্ষুস করার সুযোগ দিচ্ছে আহিরীটোলা।

নানান ঝড়ঝাপটা সামলে দীর্ঘ কাল ধরে সোমনাথ মন্দির দাঁড়িয়ে আছে, একই রকম ভাবে। আহিরীটোলা সার্বজনীনে তাঁদের থিম ‘অবিনশ্বর’ এর মধ্যে দিয়ে সেটাই ফুটিয়ে তুলবে। তাঁদের পুজোয় সাবেকিয়ানা ও আধুনিকতার ছোঁয়া আপনার মন কাড়বে। এই সুন্দর চমক দেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে মন্ডপে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version