।। প্রথম কলকাতা ।।
Aindrila-Sabyasachi: সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে ঐন্দ্রিলার বাস। কারোর কথায়, তিনি হেরে যাননি। তিনি একজন ফাইটার। কেউ আবার তাঁর প্রতি সব্যসাচীর প্রেমকে কুর্নিশ জানিয়েছেন। গোটা সোশ্যাল মিডিয়া নানাভাবে তাঁকে মনে রাখার চেষ্টা করছে। আর তাই তাঁর ও সব্যসাচীর নানা ছবি দিয়ে বানাচ্ছেন ভিডিও। কেউ আবার ঐন্দ্রিলার সঙ্গে অভিনেতার পুরনো নাচের ভিডিও পোস্ট করেছেন। আর সেইসঙ্গে প্রায় সবকটি ভিডিওতেই একটি গান শোনা যাচ্ছে, ‘এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া’। যদিও এবার গোটা বিষয়টা একঘেয়ে লাগছে অনেকের কাছেই।
ছুটির দিনে একেবারে ছুটি নিয়েছেন ঐন্দ্রিলা। রবিবার ১২.৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা শহর। কিন্তু এই খারাপ লাগা নেটমাধ্যমে এত নজরে এসেছে যে, এবার অনেকের কাছেই তো অপছন্দের কারণ হয়ে উঠেছে। সকলেই প্রশ্ন করেছেন, কতটা ভালবাসলে সব্যসাচী হওয়া যায়? কেউ সব্যসাচী-ঐন্দ্রিলার ছবি পোস্ট করে একটা ছোটো কথোপকথন ক্যাপশনে লেখেন। বলেছেন, “কি রাগ করে থাকবে ? আচ্ছা sorry ! বুঝতে পারিনি তো যে আজকেই চলে যেতে হবে ! একি তোমার চোখে জল কেনো? এরে বাবা আমি তো তোমার মধ্যে আছি ! তুমি ভেঙে পড়লে মা কে সামলাবে কে ? আরে তাকাবেও না নাকি? বুঝলাম অনেক রাগ করেছো ; কি করবো বলো yahi Tak tha safar apna !!” কারোর বক্তব্য, “আগলে রাখো তোমার ঐন্দ্রিলাকে। আর কোনও সব্যসাচীকে যেনো তাঁর ঐন্দ্রিলাকে হারাতে না হয়”।
কেউ ঐন্দ্রিলার শেষ যাত্রার ছবি পোস্ট করে বলেছেন, ‘মেয়েটার ভাগ্য একদিক থেকে বেশ ভালো। চলে যাওয়ার আগে সে এমন একজন মানুষকে পেয়েছিল, যে কখনও তাঁকে এক সেকেন্ডের জন্যও ছেড়ে যায়নি! ‘আমি আছি তো’ বলে, কত মানুষ কথা দেয়। কিন্তু পরে ছেড়ে চলে যায়। তবে সব্যসাচী হাত ছাড়েনি’। সোশ্যাল মিডিয়ার একাংশ নিজেদের মতোন করে ভিডিও বানিয়ে মনে করতে চেয়েছেন ঐন্দ্রিলাকে। আর সকলের মধ্যেই সব্যসাচীকে নিয়ে চিন্তা দেখা গিয়েছে। আবার কেউ কেউ একটি ফেক ভিডিওকে প্রচার করেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ঐন্দ্রিলা আর সব্যসাচীতে।
কিন্তু অনেকের মতে, অনেক হয়েছে আর না। বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে। অনেককেই অভিনেত্রীর শেষ যাত্রায় ফোন হাতে ছবি তুলতে বা ভিডিও করতে দেখা গিয়েছে। তা নিয়েও ধিক্কার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ারই একদল। কিছুজনের কথায়, অভিনেত্রীকে মনে করার জন্য এটাই তাঁদের একমাত্র পথ। আর কিছু জনের বক্তব্য, ‘এক গান দিয়ে ভিডিও বানাবেন না। এত ভিডিও কীসের। আপনার কাছের মানুষ চলে গেলে এরকম গান চিপকে ভিডিও বানাতে পারতেন?’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম