Round up 2023: ২০২৩ জুড়ে সোশ্যাল মিডিয়া মেতেছিল ভাইরাল ভিডিওতে, বছর শেষে ফিরে দেখুন

।। প্রথম কলকাতা ।।

Round up 2023: সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যা মুহূর্তের মধ্যে যে কোন তথ্য একটা বৃহৎ সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। শুধুমাত্র তথ্য আদান-প্রদানের জন্যই নয় আনন্দের রসদ জোগাতেও দারুন ভাবে সাহায্য করে এই সোশ্যাল মিডিয়া। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এ কথা বলাই যায়, সোশ্যাল মিডিয়া খানিকটা অন্যের বাড়ির খোলা জালনা হয়ে গিয়েছে আমাদের কাছে। কার জীবনে কী হচ্ছে না হচ্ছে তার আপডেট খুব ভালোভাবেই পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে।

এছাড়াও ফেসবুক, ইস্টাগ্রাম, ট্যুইটার সবকিছুতে এমনও কিছু জিনিস ঝড়ের গতিতে ছড়িয়ে যায় যা নয় মানুষকে হেসে লুটিয়ে যেতে বাধ্য করে, আর না হলে কিছুটা আবেগপ্রবণ করে তোলে। কিছু কিছু ভিডিও কিংবা ফটো আবার নেটিজেনদের রাগের কারণ হয়ে দাঁড়ায়। সোজা কথায় কান্না, হাসি ,মজা, দুঃখ ,রাগ সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ার সঙ্গে জুড়ে থাকা মানুষের জীবনে সারা বছর কিছু না কিছু ঘটতেই থাকে। এমন বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে ২০২৩ সালেও যেগুলি ইন্টারনেটে ছড়াতে খুব একটা সময় নেয়নি। নেটিজেনরা নিজে তো দেখেছেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েছেন শেয়ার করে।

এমন বহু ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা সারা বছর ধরে যতবারই নেটিজেনদের নিউজফিডে এসেছে ততবারই প্রতিক্রিয়া পেয়েছে। ২০২৩ শেষ হবার একেবারে আগে বছরভর সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় তোলা রাজ্যের সেইসব ভাইরাল ভিডিও (Viral Video) আরেকবার মনে করা যাক।

পথ কুকুরদের হামলা: পথচলতি কুকুরের হামলা দিনের পর দিন বাড়ছে। যে ছবি বা ভিডিও বিভিন্ন ভাবে প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের পাওয়াই-তে ভেনাস বিল্ডিং সানসিটি কমপ্লেক্স থেকে একটি ভিডিও প্রকাশ্যে আসে। একজন পোস্টম্যানকে ৫টি কুকুর আক্রমণ করে সেই ভিডিও ভাইরাল হয়। পরবর্তীকালে কি ভাবে সেই পোস্টম্যান রক্ষা পান। যা ভিডিও দেখে বেশ স্পষ্ট।

নায়কের ভূমিকায় পোষ্য বেড়াল: সিনেমায় নায়ক নায়িকা তো অনেকজনই হয়। কিন্তু বাস্তবে আর কতজনই বা হতে পারে ? মৃত্যুর হাত থেকে এক শিশুকে বাঁচিয়ে নায়ক এক পোষ্য বিড়ালকে নায়ক হতে দেখা গিয়েছিল চলতি বছরেই । এক ভাইরাল হওয়া ভিডিওই দেখা GIYECHI একটি শিশু খোলা দরজার দিকে পা বাড়ায়। ঠিক সেই সময়ে, একটি বিড়ালটি শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং শিশুটিকে ধরে ফেলে। এবং তাকে সিঁড়ি থেকে পড়ে যাওয়া থেকে বাঁচায়।

‘নাটু নাটু’ ম্যাজিক: ২৩ এর ভাইরাল ভিডিওগুলির মধ্যে খেলার মাঠ থেকে, রাজনীতির মঞ্চ কিংবা পুজোর থিম সং সর্বত্রই ছিল ‘নাটু নাটু’ ম্যাজিক। চলতি বছর আর থেকে আসি সকলের মুখেই শোনা গিয়েছিল এই গান। বলে রাখা ভালো ‘RRR’ সিনেমার এই গান এবারে অস্কারও পায়।

ছাত্রের প্রশ্ন উত্তর: সাংবাদিকদের প্রশ্নে এক ছাত্রের উত্তর শুনে হেসে লুটোপুটি খেয়েছিল নেটাগরিকরা। যে ভিডিও ঝড়ের গতিতে ভাইরালও হয়েছিল। কেমন ছিল প্রশ্ন উত্তর পর্ব ? তোমার পছন্দের সাবজেক্ট কী? ছাত্রের উত্তর বেগুন। দেশের প্রধানমন্ত্রীর নাম কি? ছাত্রের সপাট জবাব মোদী সরকার। আর যে কথা শুনে তাজ্জব হয়ে যান প্রত্যেকেই। এই ভিডিও কি আপনারা মিস করে ফেলেছেন ? চিন্তা কিসের ঝটপট লিঙ্কে ক্লিক করে দেখুন ভাইরাল ভিডিও।

জাস্ট লুকিং লাইক আ ওয়াও: সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্মে পোশাকের ব্যবসার প্রচারে জসমিন কৌর নামক এক মহিলার ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়। প্রচারে তিনি বলেছিলেন, “সো বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।” এই ডায়লগ অনেকের মনে ধরে যায়, পরবর্তীতে সেলেবদেরও এই ডায়লগ সহযোগে রিলিস ভিডিও বানাতে দেখা গিয়েছে।

মোয়ে মোয়ে: বছর শেষে এই শব্দই যেন নতুন করে আনন্দ দিয়েছিল সকলকে। ভিডিও ও গান যতই মন খারাপের হোক, জনপ্রিয় গানটিকে নিয়ে রিল বানানোর ধুম পড়ে গিয়েছিল। তথ্য বলছে এই গানটি গেয়েছেন সার্বিয়ান গায়িকা ‘টেয়া ডোরা’। গানটি অবশ্য ইউটিউবে মোয়ে মোয়ে নয় রয়েছে Dzanum নামে।

জামাল কুডু: সদ্য মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের এন্ট্রি সং ‘জামাল কুডু’ ইতিমধ্যেই ভাইরাল। এই গানেই সোশাল মিডিয়ায় তৈরি হয়েছে একের পর এক রিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version