মকমলির মতো ত্বক, জাদু আছে বাটারে!

।। প্রথম কলকাতা ।।
শীত দোরগোড়ায়। এই সময় সব ধরনের ত্বকের দরকার পড়ে বাড়তি যত্ন। জানেন কি মাখন এর ফেসপ্যাক এই সময় অসাধারণ কাজ করে। শুষ্ক তৈলাক্ত কিংবা সাধারণ যেমনই হোক না কেন মাখনের ফেসপ্যাক অত্যন্ত উপকারী। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মাখনের ফেসপ্যাক বানানোর পদ্ধতি গুলি।
মধু ও মাখনের মাস্ক
উপকরণ : ১ টেবিল চামচ মাখন পাউডার, ১ টেবিল চামচ মধু।
প্রণালী : মাখনের গুড়ো এবং মধু একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন। পেস্টটি মুখে লাগান। ১০মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
দুধ মাখন মাস্ক
উপকরণ
দুই চামচ মাখন, এক চামচ দুধ , ১ চামচ লেবুর রস।
প্রণালী
মাখন দুধ লেবুর রস একসাথে নিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেজটি ভাল করে মুখে ও ঘাড়ে লাগান পারলে হাতে হালকা ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক থেকে রিংকেল দূর হবে।
মাখন এ্যালভেরা মাস্ক
উপকরণ
১ টেবিল চামচ মাখন পাউডার, ১ টেবিল-চামচ অ্যালোভেরা জেল
প্রণালী : একটি বাটিতে ১ টেবিল-চামচ অ্যালোভেরা জেল এবং ১ টেবিল চামচ মাখন পাউডার নিন।
দুটি ভালো করে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।