Prothom Kolkata

Popular Bangla News Website

ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত কামারহাটি, আহত ৬

1 min read

||বাপি মন্ডল||

মিনাখাঁ ও মধ্যমগ্রামের পর কামারহাটি। ভোট-পরবর্তী হিংসায় ছড়াল উত্তেজনা। ‌ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন ছয় বিজেপি কর্মী। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ ক্রিকেট বসানো হয়েছে।

পঞ্চম দফা ভোট মিটতে নির্বাচনোত্তর সংঘর্ষ অব্যাহত উত্তর 24 পরগনা জেলায়। শনিবার রাতে তৃণমূল ও বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছিল মিনাখাঁ ও মধ্যমগ্রামে। রবিবার রাতে হামলার ঘটনা ঘটল কামারহাটিতেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের সি ব্লকে কয়েকজন বিজেপি কর্মী রাতে একটি বাড়ির সামনে বসে গল্প করছিলেন। মোটর বাইকে চড়ে এসে আচমকা সেখানে হামলা চালায় একদল দুষ্কৃতী। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িতেও। বিজেপির অভিযোগ, ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। হামলার সময় ওই দলে তৃণমূলের একজন স্থানীয় নেতাও ছিলেন। আহত বিজেপি কর্মীদের চিকিৎসার জন্য কামারহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ওই হামলার সঙ্গে তাদের দলের কেউ জড়িত নয়। ‌