।। প্রথম কলকাতা ।।
Shruti Das: গায়ের রঙ কালো বলে কোনওদিনও নায়িকা হতে পারবে না শ্রুতিকে একটাসময় বলেছিল অনেকেই। অবশেষে সব অপমানের যোগ্য জবাব দিলেন। আচ্ছা কেন বারবার সবাই ভুলে যায় মা কালীও তো কালো! একটা ভিডিও পোস্ট করেই বুঝিয়ে দিলেন মানুষ তাঁকে কতটা ভালোবাসে। শুধু ফর্সা হলেই নায়িকা হওয়া যায় না তা নিন্দুকদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। একদিন শ্রুতিকে শুনতে হয়েছিল “কালো মেয়ে সাদা জামা পরলে মনে হয় খেতে আসছে”। চ্যালেঞ্জ নিয়েছিলেন শ্রুতি বিয়ের দিন সেজেছিলেন সাদা শাড়িতে। শ্রুতি দাসকে অনেকেই বলে ঠোঁটকাটা। আসলে সময় তাঁকে জবাব দিতে শিখিয়েছে। এবার এক ভিডিও পোস্ট করে বিস্ফরক মন্তব্য করলেন নায়িকা। আসলে কী হয়েছে জানুন। একটা সময় গায়ের রং কালো বলে শুনতে হয়েছে অনেক কটাক্ষ। আজ তাঁর হাজার হাজার অনুরাগী।
সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে ভক্তরা একেবারে ঘিরে রয়েছে তাঁদের প্রিয় তারকাকে মানুষের আবেগ, উচ্ছ্বাস দেখে নায়িকার মনেও উন্মাদনা তুঙ্গে ্ফোনে সেলফি ভিডিও করেছেন শ্রুতি। ক্যাপশনে শ্রুতি লিখলেন, ‘সবাই বলেছিল, এ কোনওদিন নায়িকা হতে পারবে না। কেউ মেনে নেবে না। আর তারপর এটা হল’ কী হল এরপর তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্কে থাকায় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি শ্রুতিকে একসময়। স্বর্ণেন্দু সমাদ্দার মোটেই শ্রুতিকে পছন্দ করতেন না। ত্রিনয়নীর জন্য শ্রুতি স্বর্ণেন্দুর ফার্স্ট চয়েজও ছিলেন না
কিন্তু ভাগ্যের ফেরে কাটোয়ার সেই কালো মেয়েটার ট্যালেন্টের কাছে হার মানতে হয়েছে। সেই মেয়েটার ভালোবাসার কাছেও তিনি হার মেনেছেন।
View this post on Instagram
অনেকেই বলেছিলেন, নায়িকা হওয়ার যে স্বপ্ন তিনি দেখছেন, তা কোনওদিন পূরণ হবে না। তবে সেসব মিথ্যে প্রমাণ করে দিয়েছেন শ্রুতি। আপাতত তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে। প্রথম থেকেই টিআরপি-তে বেশ ভালো ফল করছে এই মেগা। সিরিয়ালে শ্রুতির বিপীরতে রয়েছেন গৌরব রায়চৌধুরী। দুজনে একসঙ্গে এর আগেও কাজ করেছেন ত্রিনয়নী-তে। এবারও পাখি আর উজান হিসেবে জায়গা করে নিয়েছেন দর্শক মনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম