ব্রিকস নিয়ে শেখ হাসিনার বড় খোলসা, কী ভুল ছিল বাংলাদেশের?

।। প্রথম কলকাতা ।।

মুখ খুললেন শেখ হাসিনা কেন ব্রিকসে জায়গা পেল না বাংলাদেশ? কাদের কৌশলগত গেমের জন্য পদ পেল না বাংলাদেশ হাসিনা কী জানালেন? সৌদি আরব-ইরানরা এমন কী করেছিল যা বাংলাদেশ পারেনি বাংলাদেশের নির্বাচনের আগে নয়া কূটনৈতিক অ্যাঙ্গেল। ব্রিকসে নতুন সদস্যদের তালিকায় কেন বাংলাদেশ ছিল না? এই দিনটারই অপেক্ষা হচ্ছিল কবে তা খোলসা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বললেন তা ঘুরিয়ে দিচ্ছে গোটা দৃষ্টিকোন, দাবি কূটনীতিবিদদের।

ব্রিকসের মেম্বার হওয়ার জন্য নাকি সেভাবে চেষ্টাই করেনি বাংলাদেশ অথচ জাতীয় নির্বাচনের পূর্বে ভিন্ন এক ভূরাজনৈতিক পরিস্থিতিতে ব্রিকসের সদস্যপদ এবার পেলে তা বাংলাদেশের জন্য যে তা নতুন এক মাত্রা যোগ করত তেমনটাই ধারণা করছিলেন যে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহল। শেখ হাসিনা সাফ জানালেন ব্রিকসে সদস্য হওয়ার চিন্তা বা চেষ্টা বাংলাদেশ করেনি। একইসঙ্গে তিনি এটাও জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ঠিক কী কী আলোচনা হল যা ঢাকার জন্য গুরুত্বপূর্ণ। ২৫ অগাস্ট প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়। জুনে ব্রিকসের সদস্যপদ পাওয়ার জন্য। শুধুমাত্র সেখানে আবেদন করা ছাড়া আর কিছুই বাংলাদেশ করেনি। কী করা উচিত ছিল তাহলে?

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী কূটনৈতিক সূত্র জানায় সাধারণত এ ধরনের কোনো ফোরাম বা জোটে যোগ দিতে হলে শুধু আবেদন করে বসে থাকলেই সদস্যপদ পাওয়ার আশাটা বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। কারণ, কোনো জোটে যোগ দিতে হলে সদস্য দেশগুলোর নতুন কোনো দেশকে যুক্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হয়। ফলে ওই সব দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোর পাশাপাশি সেসব দেশে বিশেষ দূত পাঠানোর মতো প্রয়াস চালাতে হয়। বাংলাদেশ করেনি তেমন কিছুই করেনি। তাহলে কী ব্রিকস নিয়ে আওয়ামী লিগ সরকার সত্যিই বিশেষ করে কিছু ভাবছিল না? উত্তরটা জানিয়ে দেন হাসিনা৷

জবাবে শেখ হাসিনা বলেন, ‘চাইলে পাবো না, সে অবস্থাটা না কিন্তু প্রত্যেক কাজের একটা নিয়ম থাকে আমরা সেই নিয়ম মেনেই চলি ‘হ্যাঁ, নিলে (ব্রিকসে) আমরা খুশি কিন্তু আমরা ঠিক ওইভাবে ব্রিকসে এখনই সদস্যপদ পাবো বা ব্রিকসে প্রথমবারই গিয়ে সদস্যপদ পাবো সেই ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিলও না সেইরকম চেষ্টা আমরা করিনি বা কাউকে বলিও নাই। ব্রিকসে যে নতুন ছয় দেশ সদস্য পদ পেয়েছে তার মধ্যে রয়েছে আর্জেন্টিনা, মিশর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তবে বাংলাদেশকে এখনই ব্রিকসে তাদের সদস্য করার জন্য কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানকে অনুরোধ করেননি বলে জানান শেখ হাসিনা। তবে বিরোধী দল বিএনপি যে এনিয়ে রীতিমত কুৎসা রটাচ্ছে। তোপ দাগেন আওয়ামী লিগ নেত্রী। পাল্টা তিনি বলেন বিএনপির আমলে সারাবিশ্বে বাংলাদেশের কোনো অবস্থানই ছিল না। অন্তত আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে মর্যাদাটা আমরা তুলে ধরতে পেরেছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশ যদি ব্রিকসে জায়গা না পেয়ে থাকে তার জন্য তারা নিজেরাই দায়ী৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version