।। প্রথম কলকাতা ।।
School Uniform: ২০২৩ সালের শিক্ষাবর্ষে খুব শীঘ্রই প্রথম সেট স্কুল ইউনিফর্ম পেতে চলেছেন রাজ্যের সকল স্কুল পড়ুয়ারা। আগামী মে মাসে তাদেরকে প্রথম সেট স্কুল ইউনিফর্ম (Free School Uniform) দেওয়া হবে। আর দ্বিতীয় সেট স্কুল ইউনিফর্ম মিলবে জুলাই মাস নাগাদ। এই বছরে প্রায় এক কোটি দশ লক্ষ পড়ুয়ার জন্য স্কুল ইউনিফর্ম তৈরি করা হচ্ছে।যা নিয়ে শনিবার স্কুল শিক্ষা দফতর ক্ষুদ্র , ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ দফতর সমবায় এবং স্বাস্থ্য সহ একাধিক দফতরের আধিকারিক ও সচিবরা বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী।
দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা যাতে ইউনিফর্ম পড়ে স্কুলে যেতে পারে তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে ছাত্রদের ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মাধ্যমে একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের সাহায্য করা হবে, তেমনই কর্মসংস্থান হবে বেশ কিছু সংখ্যক মানুষের। কারণ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি স্কুল পড়ুয়াদের এই ইউনিফর্ম তৈরির বরাত পায়। এর মাধ্যমে রাজ্যের তাঁতিরা কাজ পান বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবারের বৈঠকে তাদের নিয়েও আলোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় তাঁতিদের আর্থিকভাবে সহযোগিতা করবে রাজ্য সরকার।
তাঁরা নিজেদের উৎপাদিত পণ্য সরকারের কাছে বিক্রি করার পাশাপাশি যাতে বেসরকারি সংস্থাতেও বিক্রি করতে পারে সেই উদ্যোগ নেওয়া হবে। আর এই কাজটিকে সহজ করার জন্য তৈরি করা হবে একটি পোর্টাল। তাঁরা যাতে ঋণ সহজে শোধ করতে পারেন, তার জন্যই তাদের আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবশ্যই তার আগে প্রাথমিক তাঁতি সমবায় সমিতির সদস্যদের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, ২০২২ সালে স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়া হয়েছিল নভেম্বর মাস নাগাদ। এই কারণে ২০২৩ সালে কিছুটা দেরিতে প্রথম সেট ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে পোশাকের কোয়ালিটি উচ্চমানের থাকে সেদিকেও নজর দেওয়া হবে। ইতিমধ্যে ইউনিফর্ম তৈরি করার জন্য প্রায় এক কোটি মিটার কাপড় তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে সরকারের তরফ থেকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম