Hero Alom: হিরো আলমকে দেখে মনোনয়ন ফর্ম বিতরণ বন্ধ! স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বে বগুড়ার ছেলে

।। প্রথম কলকাতা ।।

Hero Alom: প্রায়ই নানা কারণে সংবাদপত্রের শিরোনামে নাম উঠে আসে তাঁর। তিনি এমন কিছু কাজ করেন, যার জন্য প্রায়শই তাঁকে নিয়ে চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে চেনে না এমন মানুষের সংখ্যা খুব কমই রয়েছে। এমনকি নিজের কাজের কারণে বগুড়ায় পরিচিত নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম (Hero Alom)। এবার বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হতে চেয়েছেন তিনি। কিন্তু তাঁর কাছে দলীয় মনোনয়ন ফর্মই বিক্রি করেনি জাপা। এদিকে ‘সময়’ টিভি সংবাদমাধ্যম সূত্রে রেগে গিয়ে হিরো আলম জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন।

রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন হিরো আলম। একাদশ সংসদ নির্বাচনে পার্টির হয়ে মনোনয়ন ফর্মও কিনেছিলেন। তবে সেই সময়ও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। সেই সময় তাঁকে নিয়ে নির্বাচন কমিশন সচিবের মন্তব্য দেশজুড়ে ঝড় তুলেছিল। এবারও নাকি তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন! শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। বৃহস্পতিবার দুপুরে কয়েকজনের সঙ্গে বনানীতে (Banani) হাজির হন হিরো আলম। ফর্ম কিনতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে দেখে ফর্ম বিতরণ বন্ধ করে দেয় জাতীয় পার্টি।

‘সমকাল’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান (Abdur Razzak Khan) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শুধুমাত্র দলের নেতা-কর্মীদের কাছে বিক্রি করা হবে দলীয় মনোনয়ন ফর্ম। তারপর যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। হিরো আলম জাপার কেউ নয়। তাই তাঁর কাছে ফর্ম বিক্রি করা হয়নি’। পাশাপাশি আবদুর রাজ্জাক বলেছেন, ‘হিরো আলম জাতীয় পার্টির কর্মী কিনা, এমন তথ্য নেই। আর তিনি যোগ দিয়ে থাকলেও, গত চার বছরে তাঁর সঙ্গে দলের এমন কোনও সংশ্লিষ্টতা ছিল না। তাই তাঁকে ফর্ম দেওয়া হয়নি’। এই মর্মে দলের যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহজাদা জানান, দলের বাইরের কেউ জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম নিতে পারবেন না।

কখনও গান, কখনও অভিনয়ের জন্য আলোচিত-সমালোচিত হয়েছেন বগুড়ার এই ছেলে। তাঁকে নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি নেটমাধ্যমে। তাঁর অভিনীত নাটক এবং চলচ্চিত্রের মান নিয়ে কথা বলে থাকেন অনেকেই। এমনকি তাঁর গাওয়া কবিগুরুর গান ইউটিউবে (YouTube) আপলোড হতেই বেশ সমালোচিত হয়েছে। পুলিশের কাছে গান বিকৃত না করার মুচলেকা দিয়েছেন। সাম্প্রতিককালে কাব্যচর্চা করছেন হিরো আলম। তবে এসবের মাঝে তাঁকে বারংবার বলতে শোনা গিয়েছে, দেখতে ভালো না হওয়ায় তাঁকে হেয় করা হয়েছে। আর বাকিদের মতোই অভিনয়, গান ও কবিতা নিয়ে চর্চা করতে পারেন তিনিও। তবে এদিন তাঁকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি না করা হলে, ক্ষোভ প্রকাশ করেছেন আলম।

উল্লেখ্য, বগুড়া-৪ সংসদীয় আসনে বিএনপির (BNP) সংসদ সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছে। জানা গিয়েছে, উপনির্বাচন হবে ১ ফেব্রুয়ারি। ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন দেওয়া যাবে। যার জেরে রাজনৈতিক দলগুলি দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করছে। কিন্তু সকলকে সেই ফর্ম দেওয়া হলেও, হিরো আলমকে দেওয়াতে রয়েছে আপত্তি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version