দীর্ঘ ৪ বছরের অবসান ঘটিয়ে বহু প্রতিক্ষিত চকগোপাল গ্রামে তারা মায়ের মন্দিরের শুভসূচনা হল আজ।গতকাল রাত থেকেই তারামায়ের প্রানপ্রতিষ্ঠার কাজ শুরু হয়।একাধিক ব্রাম্ভনের উপস্থিতিতে হোম যজ্ঞের আয়োজন করা হয়।মন্দিরের সূচনার আগে থেকেই হাজার হাজার মানুষের ভিড় জমিয়েছেন পাঁশকুড়ার চকগোপাল গ্রামের তারা মায়ের মন্দিরে।তারাপীঠের আদলে গড়া এই মন্দির প্রথম দিনথেকেই নজরকেড়েছে ভক্তদের।আগামীদিন চকগোপাল গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্রে নয়াঅন্তর্ভুক্ত হতে চলেছে এমনটাই আশা মন্দিরকর্তৃপক্ষের।