আইএসএলে দ্বিতীয় জয় পেল এসসি ইস্টবেঙ্গল

।। প্রথম কলকাতা ।।
আইএসএলের শুরু থেকেই একের পর এক হারে বিপর্যস্ত হয়ে পড়েছিল এসসি ইস্টবেঙ্গল(Sc EastBengal) । ভারতীয় ফুটবলারদের বিরুদ্ধে তোপ দাগেন কোচ রবি ফাউলার(Robbie Fawler) ।
এরপর ভালো স্ট্রাইকারের খোঁজ করতে থাকে লাল-হলুদ কর্তারা । তারপরেই আগমন ঘটে তরুণ তুর্কি নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare) । তার আগমনেই যেন বদলে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের গোটা দলের চেহারা। উদ্দীপনা ফিরে পেয়েছে ফুটবলাররা ।
এদিন যদিও লাল-হলুদের একমাত্র গোলটি করেছেন মাত্তি স্টেইনম্যান। কিন্তু সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলর ১-০ গোলে জয়ের মূল কারিগর বলতে গেলে সেই নাইজেরিয়ান ব্রাইট। তবে বাদ দেওয়া যাবে না গোলরক্ষক দেবজিতের অসাধারণ সেভগুলোকেও।
এদিন সকাল সকালেই লাল-হলুদ শিবিরে খুশির খবর দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এসসি ইস্টবেঙ্গলের আবেদনের ভিত্তিতে অধিনায়ক ড্যানি ফক্সের রেড কার্ড তুলে নেয় ফেডারেশন। ফলে রক্ষণে ফক্সকে পেতে কোনও সমস্যা হয়নি লাল-হলুদের।
তবে ডাগ আউটে অবশ্য বসতে পারেননি কোচ রবি ফাউলার। যদিও তিন পয়েন্ট ঘরে তুলতে লাল-হলুদের তা কোনো সমস্যা হয়নি ।
তবে ম্যাচ শেষে তরুণ তুর্কি ব্রাইট যেমন আবারও জাত চেনালেন, তেমনি একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দেবজিত হলেন এদিনের ম্যান অব দ্য ম্যাচ।
সর্বোপরি কোচ রবি ফাউলার ডাগআউটে না থাকলেও আইএসএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল এসসি ইস্টবেঙ্গল। তিন পয়েন্ট পেলেও লাল-হলুদকে কিন্তু চিন্তায় রাখবে স্টেইনম্যানের চোট। দ্বিতীয়ার্ধের শেষদিকে যেকারণে তাঁকে তুলে নেওয়া হয়।