।। প্রথম কলকাতা।।
Natagarh Friends Association: বর্তমান সময়ে কর্মব্যস্ততার চাপে শরীরকে যত্ন দেওয়ার বিষয়টি কোথাও যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে । এছাড়াও বিভিন্ন ক্লাবের উদ্যোগে হওয়ার শীতকালীন প্রতিযোগিতা গুলিও তেমন চোখে পড়ে না। মাঠে নামার উৎসাহ হারিয়ে যাচ্ছে কিশোর- যুবক সহ প্রায় সকলেরই। এই রকম সময় এক অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এল নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন । তাদের উদ্যোগে ২০২৩ সালে পুনরায় ৫ ফেব্রুয়ারি একটি ম্যারাথন ( Marathon) দৌড়ের আয়োজন করা হয়েছে। এই সংস্থার সম্পাদক হলেন সুজিত দে।
উত্তর ২৪ পরগনার জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (Natagarh Friends Association) তরফ থেকে বিগত বেশ কয়েক বছর ধরে এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে । চলতি বছরেও সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঘোলা পুলিশ স্টেশন (Ghola Police Station) । এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য আগ্রহীদেরকে ১০০ টাকা ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । আর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে । কাজেই নিজেদের সুবিধামতো আগ্রহীরা ম্যারাথনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলতে পারবেন ৫ ফেব্রুয়ারির আগেই।
নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তাদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে ডক্টর সব্যসাচী সাহা থেকে শুরু করে ফুটবলার অসীম বিশ্বাস সহ আরও অনেকেই এই ম্যারাথনে উপস্থিত থাকার জন্য সর্বসাধারণকে আহ্বান জানিয়েছেন। ৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ছ’টা নাগাদ এই ম্যারাথন শুরু হবে। দশ কিলোমিটারের ম্যারাথন দৌড়ের এই অনুষ্ঠানের ট্যাগ লাইনটি বেশ আকর্ষণীয়। যেখানে বলা হয়েছে, ‘একটি কারণের জন্য দৌড়ান। মাদককে না বলুন , ম্যারাথনকে বলুন হ্যাঁ’।
ওই অনুষ্ঠান উপলক্ষ্যে আগামীকাল অর্থাৎ ২৯ জানুয়ারি বেলা ১১ টায় ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক শ্রী সুব্রত পাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আয়োজন করা একটি সাংবাদিক সম্মেলনে। উল্লেখ্য, বিগত বছরেও এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে অংশ নিয়েছিলেন বহু মানুষ। চলতি বছরের ম্যারাথনকেও সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম