Prothom Kolkata

Popular Bangla News Website

করোনার টিকা নিলেন সৌদি বাদশা সালমান

1 min read

।। আন্তর্জাতিক ডেস্ক।।

করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ। স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) তিনি প্রথম ডোজ টিকা নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেওয়ার দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

এদিকে এএফপির খবরে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেওয়া শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি বলছে, সেখানে তিন ধাপে করোনার টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে, দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেওয়া হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই টিকা সৌদি নাগরিক ও বাসিন্দাদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

পিসি/