এবার সস্তায় 5g স্মার্টফোন নিয়ে আসছে Samsung Galaxy A52 5g

।। প্রথম কলকাতা ।।
সস্তা ৫জি মোবাইল লঞ্চ করার চেষ্টা করছে প্রায় প্রতিটি স্মার্টফোন কোম্পানিই । সেই দৌরে অনেকটাই এগিয়ে আছে Motorola, Xiaomi এবং Oneplus। এইবার সেই বাজারে নামতে চলেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Samsung Galaxy A52 5G। সম্প্রতি এই ফোনটিকে দেখা গিয়েছে ৩সি নেটওয়ার্ক সার্টিফিকেশন সাইটে। এই সার্টিফিকেশন সাইট হতে জানা গিয়েছে যে এই ফোনটির মডেল নং SM-A5260 রাখা হয়েছে। সেখানে জানা গিয়েছে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। অনুমান করা হচ্ছে যে কোম্পানি এই ফোনটিকে খুব শীঘ্রই লঞ্চ করবে। চলুন দেখা যাক ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে,
সার্টিফিকেশন সাইট অনুসারে, Samsung Galaxy A52 5G তে ১৫ w এর ফাস্ট চাজিং দেওয়া হবে। এছাড়া এই ফোনে থাকতে চলেছে ৬.৫ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। সেলফি ক্যামেরা থাকবে পাঞ্চ হোল ডিসপ্লের ভিতরে। অন্যদিকে এই ফোনে চারটি ক্যামেরা দেওয়া হবে।
এই ফোনে কোম্পানি দিতে চলেছে ৬ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ ওএস। প্রসেসর হিসেবে এই ফোনে থাকতে চলেছে Snapdragon 750G SoC এর চিপসেট। অন্যদিকে এই ফোনটিকে কোম্পানি ৮ জিবি র্যামের বিকল্পও সাইট পারে।