রাতে আইপিএস রা আমাদের সাথে যোগাযোগ করছেন: সব্যসাচী

||সুদীপা সরকার||
সরকারের মিথ্যাচারের প্রতিবাদে ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হবার ডাক্তার বিজেপি।
মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মিছিল থেকে স্লোগান তোলা হয় ভাঁওতাবাজির সরকার আর নেই দরকার।
উল্টোডাঙ্গা 1 নম্বর গেট থেকে শুরু হয়ে লাবনী মোড় পর্যন্ত মিছিলটি যায়।
বিধন্নগর কলেজ আইল্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে একটি সভা করা হয়।
সভায় তৃণমূল কংগ্রেসকে বিছানায় নিয়ে সভ্য সাচি দত্ত বলেন তৃণমূলের মন্ত্রীদের আয়ু আর 6 মাস।
তারপরে তাদের শ্রীঘরে যেতে হবে।
এখানে যে পুলিশরা ধমকাচ্ছেন চমকাচ্ছে তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে
তিনি বলেন দল দাস হয়ে গেছেন ক্রীতদাস হবেন না।
পুলিশদের উদ্দেশ্যে সব্যসাচী দত্ত বলেন পাঁচ মাস বা তাদের চাকরি করতে হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষ আইপিএসের রাতের অন্ধকারে আমাদের সাথে যোগাযোগ করছেন বলেও তিনি দাবি করেন। নাম না করে সুজিত বোস কে সব্যসাচী দত্ত
কটাক্ষ করে বলেন এখানকার বিধায়ক সাইরেন মন্ত্রী পুলিশের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যান।
তিনি কিন্তু চার বার হেরেছে নেবার পঞ্চমবার হারবেন তাহলে দেখবেন শান্তিতে বসবাস করতে পারছেন।
39 নম্বর ওয়ার্ড আজ রাস্তা দেখানো আগামী দিন অন্য দল দেখাবে।
যদি কোন পুলিশকর্মী বিধান নগর এলাকায় কারোর বাড়িতে চমকানোর চেষ্টা করেন তাহলে এই মিছিলটি চলে যাবে থানায় এমনই কড়া হুঁশিয়ারি দিলেন সব্যসাচী দত্ত।
পাশাপাশি আজ মিম প্রধান বাংলায় আসা প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন ভারত একটি গণতান্ত্রিক দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী যে কেউ আসতে যেতে পারেন।
তবে আগামী দিনে বিধান নগরে বিজেপি জিতবে বলে দাবি রাখেন তিনি। সামনে বিধানসভা নির্বাচনে তৃণমূল কিংবা বিজেপি কেউ কাউকে মাটি ছাড়তে চাইছে না।
এই লক্ষ্যে প্রত্যেকদিন নানান রকম কর্মসূচি নিচ্ছে বিজেপি নেতৃত্ব।
এখন থেকেই জেলা থেকে শহরে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে দলীয় নেতারা।
আজ বিধান নগরে মিছিল বার করলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত।
এবং বিধান নগরে বিজেপি ক্ষমতায় আসছে বলে দাবি রাখেন।