চলচ্চিত্র উৎসবে ঋতুপর্ণার ছবি ‘বিউটিফুল লাইফ’

||শুভ্রদীপ চক্রবর্তী||
সুন্দর জীবনের আশায় গড়ে উঠছে মানুষের আজকের পরিশ্রম। পরিপাটি করে জীবনটাকে সাজাতে বুক বাঁধে গোটা পরিবার এই নিয়েই ছোটে গল্পের বাকি অংশ ‘বিউটিফুল লাইফ।’ এবার উৎসবের নতুন আঙিনায় প্রকাশ পাবে ঋতুপর্ণা সেনগুপ্তের এই ছবি। ছবির পরিচালক আর ডি. নাথ গল্পে তুলে ধরেছেন জীবনের প্রতিটি ধাপের সংমিশ্রণ। ছবির বাকি চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী এবং পরান বন্দ্যোপাধ্যায়।
সিঙ্গাপুরে দীর্ঘ লকডাউন কাটানোর পর কিছুদিন আগেই কলকাতায় ফিরেছেন তিনি। আসতেই লাইট ক্যামেরা অ্যাকশন এ ব্যস্ত হয়ে পড়েছেন ঋতুপর্ণা। নতুন সিনেমা ‘সল্ট’ দিয়ে ফের রুপোলি পর্দায় প্রত্যাগমন করতে চলেছেন বাংলার এই অভিনেত্রী। ইতিমধ্যেই চালু হয়েছে এই ছবির শুটিং।
দীর্ঘদিন পর সেই জাঁকজমক ফিরেছে নন্দনের গলিগালায়। চেনা নষ্টালজিয়ানা নিয়ে এবারে উৎসব ভালোই সেজে উঠেছে কলকাতাবাসী দের কাছে। ছবির পুরোনো স্বাদ ফিরে পেতে বেশ কসরত করতে হচ্ছে সিনেমাপ্রেমী দের। আগামী ১৫ তারিখ সন্ধে ৭টায় ররবীন্দ্রসদনে দেখানো হবে ঋতুপর্ণার ‘বিউটিফুল লাইফ’।