।। প্রথম কলকাতা ।।
একটি ছোট প্লাস্টিক সার্জারি করা হয়েছে ঋষভ পন্থের কপালে। ডিডিসিএ ডিরেক্টর শ্যাম শর্মা এনডিটিভিকে জানিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক বর্তমানে স্থিতিশীল এবং বিপদমুক্ত। শুক্রবার কাকভোরে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার তার মার্সিডিজ বেঞ্জ নিয়ে দিল্লি থেকে দেরাদুনে যাওয়ার সময় একটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হন। একটি ডিভাইডারে ধাক্কা লেগে তার গাড়িতে আগুন ধরে যায়। সৌভাগ্যবশত পন্থ সময়মতো গাড়ি থেকে বেরিয়ে আসেন, অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা পান। যদিও ঋসভ পন্থের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় এবং কপালের উপরে কেটে যায়।
শনিবার ডিডিসিএ পরিচালক শ্যাম শর্মা এনডিটিভিকে জানিয়েছেন, ঋষভ পন্থের কপালের কাছে একটি ছোট প্লাস্টিক সার্জারি করা হয়েছে। এক ঘণ্টার মধ্যে দেরাদুনে পৌঁছে যাচ্ছে ডিডিসিএ-র ৩ সদস্যের দল। বিসিসিআই ক্রমাগত ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এবং পন্তের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। বর্তমানে তিনি স্থিতিশীল এবং বিপদমুক্ত। আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি যে তাকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে কি না।”
পুলিশ সুপার, হরিদ্বার (গ্রামীণ) এসকে সিং বলেন, “পন্থ তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে রুরকি যাচ্ছিলেন। তিনি বলেন যে দুর্ঘটনাটি ঘটেছে কারণ পন্থ নারসান থেকে রুরকির দিকে এক কিলোমিটার আগে ঘুমিয়ে পড়েছিলেন। দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন পন্থ।” ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবি অনুসারে, গাড়িটি পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে।