Prothom Kolkata

Popular Bangla News Website

সংশোধন করে ‘ফেলুদা ফেরত’র ট্রেলার প্রকাশ

1 min read

।। বিনোদন ডেস্ক ।।

ফের নতুন করে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের সংশোধিত ট্রেলার। এদিন আড্ডা টাইমসের তরফে আয়োজিত হয়েছিল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। 

সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিশিষ্ট অভিনেতা তথা ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা । তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় ট্রেলারটি।

উল্লেখ্য বিষয় হলো, সত্যজিৎ রায়ের লেখা অবলম্বনে, ফেলুদা সিরিজের দুটি উপন্যাসকে নিয়ে ‘ফেলুদা ফেরত’ তৈরি করছেন পরিচালক সৃজিত মুখার্জী । মুক্তি পাওয়ার সঙ্গে-সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় প্রবল বিক্ষোভের মুখে পড়ে ট্রেলারটি।

নেটিজেনদের একাংশের অভিযোগ ট্রেলারের টাইটেল কার্ডে ‘রচনা ও পরিচালনা সৃজিত মুখোপাধ্যায় লেখাটি নিয়ে । আর তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন নেটিজেনদের একাংশ। ‘ছিন্নমস্তার অভিশাপ’ অবলম্বনে তৈরি হয়েছে প্রথম সিজন।

বিক্ষোভের জেরে পিছু হটে প্রযোজনা সংস্থা। রোববার ইউটিউব থেকে ট্রেলারটি তুলে নিতে বাধ্য হয় তারা । এরপরই সংশোধন করে ফের প্রকাশ করা হয় ‘ফেলুদা ফেরত’-এর ট্রেলার। যেখানে সৃজিত মুখোপাধ্যায়ের নামের পাশে ‘স্ক্রিন প্লে, ডায়লগ এবং নির্দেশনা’ লেখা হয় ।

ডিসেম্বরে আড্ডাটাইমসে প্রকাশিত হবে ‘ফেলুদা ফেরত’। ফেলুদা ফেরত-ই হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে সৃজিত মুখার্জীর প্রথম কাজ।

এই ওয়েব সিরিজে ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে এবং জটায়ু ও তোপসের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্রকে। ফেলুদা সিরিজ দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।  

পিসি/