পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে NHUM কর্মী নিয়োগ! আবেদন করতে জানুন বিস্তারিত

||শুভ্রদীপ চক্রবর্তী||
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে জারি করা হল নতুন চাকরির বিজ্ঞপ্তি। স্বাস্থ্য দপ্তরের অধীনস্ত ন্যাশনাল আর্বান হেলথ মিশনে নিয়োগ করা হবে এই কর্মী।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে করা যাবে আবেদন। আবেদন প্রক্রিয়া চলবে ৯ মার্চ, ২০২১ অবদি।
পদের নাম প্রোগ্রাম ম্যানেজার আর্বান হেলথ। আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযাই বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: বোটানি/জুলজি/হিউমান সাইকোলজি/ ফিজিওথেরাপি/ মাইক্রো-বায়োলজি/ বায়ো -কেমিস্ট্রি/ বায়ো-টেকনোলজি/ বায়োফরম্যাটিক্স এই সমস্ত বিষয়গুলির যেকোনো একটি বিষয়ে M.SC পাশ। অথবা ডেন্টাল(BDS) নিয়ে ডিগ্রি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন/হসপিটাল ম্যানেজমেন্ট বিষয়ে পোষ্ট গ্রাজুয়েশন। সাথে MS office-এ দক্ষতা।
বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা।
আবেদন করা যাবে অনলাইন/অফলাইন দুই ভাবেই। অনলাইনে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ মার্চ ২০২১।