।। প্রথম কলকাতা ।।
বিশ্বকাপ ফুটবলের (Qatar World Cup) ইতিহাসে প্রথমবার শীতকালে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২। যার অন্যতম কারণ কাতারের ভয়ঙ্কর গরম। মধ্যপ্রাচ্যের দেশটিতে জুন-জুলাই মাসে গরম থাকে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাই ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে চলেছে নভেম্বর-ডিসেম্বরে। হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কাতার জুড়ে এখন সাজো সাজো রব। সাজিয়ে তোলা হয়েছে রাস্তা-ঘাট, বাজার থেকে হোটেল। ভিড় করতে শুরু করেছেন পর্যটকরাও।
পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে স্টেডিয়ামগুলিও। যেখানে বল পায়ে আগুন ঝড়াতে নামবেন রোনাল্ডো-মেসি-নেইমার-এমবাপের মতো তারকারা। নয়নাভিরাম স্টেডিয়ামগুলিতে রাখা হয়েছে রয়েছে অত্যাধুনিক ব্যাবস্থা। স্টেডিয়ামগুলির ভিতর রয়েছে ঠান্ডা করার ব্যাবস্থা। যা স্বস্তি দেবে খেলোয়াড় ও দর্শকদের। শুধু তাই নয় নজেল দিয়ে ঠান্ডা করা হবে মাঠ। কুলিং টেকনোলজির সমস্তটাই করা হবে সৌরশক্তি ব্যাবহার করে। যার দায়িত্বে রয়েছে কাতার বিশ্ববিদ্যালয়।
কাতারের লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়াম, আল খোরের আল বায়াত স্টেডিয়াম, আল ওয়াকরাহের আল জানুব স্টেডিয়াম, আহমাদ বিন আলী স্টেডিয়াম, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়াম এছাড়াও স্টেডিয়াম ৯৭৪ এবং দোহার আল থুমামা স্টেডিয়াম। মোট আটটি স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপ ২০২২। চলুন জেনে নেওয়া যাক স্টেডিয়ামগুলির দর্শকাসন সংখ্যা ও কোন স্টেডিয়ামে কটি ম্যাচ আয়োজিত হবে।
কাতারের লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়াম। নবনির্মিত এই স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৮০, হাজার। মোট ১০টি ম্যাচ আয়োজিত হবে লুসাইল আইকনিক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান।
আল খোরের আল বায়াত স্টেডিয়াম: স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৬০, হাজার। এই স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২২-র ৯টি ম্যাচ আয়োজিত হবে। এই স্টেডিয়ামেই আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর।
আল ওয়াকরাহের আল জানুব স্টেডিয়াম : ২০১৯ সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৪০, হাজার। মোট ৭টি ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে।
আল রায়ানের আহমাদ বিন আলী স্টেডিয়াম: দর্শকাসন সংখ্যা ৪০, হাজার। এই স্টেডিয়ামে মোট ৭টি ম্যাচ আয়োজিত হবে।
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম: ১৯৭৫ সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৪০, হাজার। একসঙ্গে ৪০ হাজার দর্শক এই স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। এটিই কাতারের আন্তর্জাতিক স্টেডিয়ামে। বহু ইতিহাসের সাক্ষী এই খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়াম: এই মাঠে একসঙ্গে ৪০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। বিশ্বকাপের ৮টি ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে।
দোহার স্টেডিয়াম ৯৭৪: ৪০ হাজার দর্শকাসন বিশিষ্ট রাস আবু আবুদ স্টেডিয়ামে যার নাম বদলে রাখা হয়েছে স্টেডিয়াম ৯৭৪। ৭টি ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে। অদ্ভুত এই নাম দেওয়ার কারণ কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড (+৯৭৪) অনুযায়ী। শুধু কি তাই, এই স্টেডিয়াম নির্মাণ করতে ঠিক ৯৭৪টি শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়েছে। জানা যায় বিশ্বকাপের পর এই স্টেডিয়াম ভেঙে ফেলা হবে। এবং কন্টেইনারগুলি কোন অনুন্নত দেশে দান করা হবে। যারা এটা ব্যবহার করে তাদের ফুটবল উন্নয়নে কাজে লাগাতে পারবে।
দোহার আল থুমামা স্টেডিয়াম: টুপির মতো দেখতে এই স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা ৪০, হাজার। ৮টি ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে।