অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

।। সুদীপা সরকার ।।
আজ বাংলার বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে। আর তার আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার দাবিতে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন। আজ বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেল।
তবে এই মামলায় শুধু রাজ্য সরকারকে অন্তর্ভুক্ত করা হয়নি। জানা গিয়েছে এই মামলায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, জাতীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেভাবে রাজ্যজুড়ে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তিনি আতঙ্কিত।
ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি না হয় তাই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে এই মামলা দায়ের করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই জারি হতে পারে নির্বাচনী আচরণ বিধি। এই পরিস্থিতিতে নিরপেক্ষ ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হলো।